ইশ কি যন্ত্রনাদায়ক মৃত্যু

 


4d

ইশ কি যন্ত্রনাদায়ক মৃত্যু !

মাদারীপুরের এ শিশুটিকে রাস্তার বেওয়ারিশ কুকুর কামড় দেয়ায় জলাতঙ্ক হয়েছে। শিশুটি এখন কুকুরের মত আচরণ শুরু করেছে। সে পানি খাওয়ার জন্য হাহাকার করছে, কিন্তু খেতে পারছে না। পানি কাছে নিলে ভয় পাচ্ছে।

মনে রাখবেন, কুকুরের কামড় বা আচড়ে জলাতঙ্ক হওয়ার পর কোন চিকিৎসা নেই। এর একমাত্র পরিণতি মৃত্যু। এই শিশুটিও কয়েক ঘণ্টার মধ্যে এভাবে কষ্ট পেতে পেতে মৃত্যুর মুখে ঢলে পড়বে নিশ্চিত।

ভাবতে অবাক লাগে, কুকুরপ্রেমীদের বাধার কারণে সারা দেশ আজ কুকুরের অভয়ারণ্য। কত মানুষ যে কুকুরের কামড়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছে, তার সব খবর কি মিডিয়াতে আসে ?

থাক, তবুও কুকুরপ্রেমী এনজিওদের কারণে কুকুর নিধন বন্ধ থাক, ভারি হোক তাদের পকেট। মানুষের জীবন পরে, আগে কুকুরপ্রেম নিশ্চিত করা হোক।