ঢাকাস্থ সবুজবাগ থানার কদমতলা এলাকায় তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২রা নভেম্বর শুক্রবার কদমতলা এলাকার আমান মসজিদে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাবলীগের জামাতের সা’দ গ্রুপের আব্দুর রাজ্জাক তার সহযোগীদের নিয়ে আমান মসজিদের অবস্থান করছিলো। ২রা নভেম্বর শুক্রবার রাতে মুরাদ নামক এক মুরব্বীর নেতৃত্বে তাবলীগের আরেক গ্রুপের সদস্যরা আমান মসজিদে প্রবেশের চেষ্টা করে। এ সময় দুই গ্রুপের মধ্যে মসজিদের ভেতরেই মারামারি ও ধ্বস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে তাবলীগের সদস্যরা তাদের পোটলার ভেতর থেকে বন্দুক বের করে ফাঁকা গুলি ছুড়তে থাকে। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তাবলীগ মুরব্বী মুরাদ তার সহযোগীদের নিয়ে মদীনা মসজিদে চলে গেলে সংর্ঘষ থেমে যায়।
এলাকাবাসী আরো জানায়, পরদিন শনিবার সকালে পুলিশ এসে দুই মসজিদ থেকে তাবলীগ সদস্য বের করে দেয়।
মসজিদের ভেতর সন্ত্রাসী কার্যক্রম ও গোলাগুলি করায় মসজিদের মত পবিত্র স্থান থেকে তাবলীগ জামাত নিষিদ্ধের দাবি তুলেছে এলাকাবাসী।
তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষের গতকালের কিছু নিউজ,
১। তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়া রণক্ষেত্র, আহত ১০ (http://bit.ly/2PiuDmV)
২। ব্রাহ্মণবাড়িয়ায় কওমি শিক্ষার্থী ও সাদপন্থীদের সংঘর্ষ, আহত ১১ (http://bit.ly/2Pnj7GG)
৩। কওমী শিক্ষার্থী-সাদপন্থীদের সংঘর্ষ, আহত ১০ (http://bit.ly/2PldNUw)
২। ব্রাহ্মণবাড়িয়ায় কওমি শিক্ষার্থী ও সাদপন্থীদের সংঘর্ষ, আহত ১১ (http://bit.ly/2Pnj7GG)
৩। কওমী শিক্ষার্থী-সাদপন্থীদের সংঘর্ষ, আহত ১০ (http://bit.ly/2PldNUw)