কর্পোরেট দাসত্বের
কবলে বাংলাদেশ
বহুজাতিক কোম্পানি
বা মাল্টি-ন্যাশনাল কোম্পানি হল সেসব কোম্পানি যারা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা চালিয়ে
থাকে। উদাহরণস্বরূপ- ইউনিলিভার, ব্রিটিশ-আমেরিকা কোম্পানী, রেকিট, এইচএসবিসি, স্ট্যা-ার্ড চার্টার্ড ব্যাংক প্রভৃতি। এসকল কোম্পানি যে দেশে
ব্যবসা করে সে দেশের কাঁচামাল ব্যবহার করে, সে দেশের থেকেই কর্মসংস্থান
করে, সে দেশের বাজারে পণ্য বিক্রি করে, উচ্চ হারে ট্যাক্স দেয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো-
১) বহুজাতিক
কোম্পানিগুলো এ দেশ থেকে কর্মসংস্থান করে ঠিক-ই। দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের
স্নাতকদের তারা নিয়োগ দিয়ে থাকে। বেতন এবং অন্যান্য সুবিধাও দিয়ে থাকে দেশীয় কোম্পানির
চেয়ে অনেক বেশি, কোন কোন ক্ষেত্রে দ্বিগুন। তাই দেশের তরুণ
সমাজ আর লোভ সামলাতে পারে না। মৌমাছির মত ছুটে যায় এসকল বহুজাতিকের কাছে। আর অবস্থা
এমন দাঁড়িয়েছে যে, এসকল কোম্পানিতে কিছু বিশেষ
শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বোঝাই হয়ে এক প্রকার মনোপলি শুরু হয়েছে। দেশীয় কোম্পানিগুলো
তাই এসকল মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়োগ দিতে পারছে না। কোম্পানিগুলো কিছুটা সুবিধাবঞ্চিত
হচ্ছে এক্ষেত্রে বলা যায়।
কিন্তু পরবর্তীতে
কি হয়? এই চাকরি একটা জায়গায় গিয়ে আটকে যায়। পদোন্নতি হতে হতে একটা
পর্যায়ে থেমে যায়। প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আসীন হওয়া হয় না কখনোই। মাঝে মাঝে দুই
একজন হয়ত পদোন্নতি পেয়ে দেশের বাইরে যাবার সুযোগ পায়। কিন্তু প্রশাসনিক সমস্ত পদ অধিকার
করে থাকে বহুজাতিক কোম্পানির চালিকা দেশের নির্বাহীরা। তারাই সব সিদ্ধান্ত নিয়ে থাকে।
প্রশাসনিক প্রতিটি কাজে তাদের আদেশ চুড়ান্ত।
সকাল থেকে রাত
অবধি কঠোর পরিশ্রম করতে হয়। আগে ব্রিটশ ঔপনিবেশিকরা খাটিয়েছে। এখন কর্পোরেট দাসত্ব।
নিজের মেধায় অর্জিত নিজের দেশের অর্থ আমরা অন্য দেশে চালান করে দেই। বহুজাতিক কোম্পানিগুলো
আমাদের উপার্জিত বিশাল অঙ্কের অর্থ তাদের পকেট ভর্তি করে নিয়ে যায়। যাবার আগে কিছু
ট্যাক্স দিয়ে যায়।
বহুজাতিক কোম্পানি
মানে কি ? বহুজাতিক কোম্পানি বা মাল্টি-ন্যাশনাল কোম্পানি হল সেসব কোম্পানি
যারা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা চালিয়ে থাকে। উদাহরণস্বরূপ- ইউনিলিভার, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, রেকিট, এইচএসবিসি, স্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক প্রভৃতি। এসকল কোম্পানি যে
দেশে ব্যবসা করে সে দেশের কাঁচামাল ব্যবহার করে, সে দেশের থেকেই কর্মসংস্থান করে, সে দেশের বাজারে পণ্য বিক্রি
করে, উচ্চ হারে ট্যাক্স দেয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, তাহলে সমস্যা কোথায় ?
সমস্যা - ১
বহুজাতিক কোম্পানিগুলো
এ দেশ থেকে কর্মসংস্থান করে ঠিক-ই। দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের তারা
নিয়োগ দিয়ে থাকে। বেতন এবং অন্যান্য সুবিধাও দিয়ে থাকে দেশীয় কোম্পানির চেয়ে ঢের
বেশি, কোন কোন ক্ষেত্রে দ্বিগুন। তাই দেশের তরুণ সমাজ আর লোভ সামলাতে
পারে না। মৌমাছির মত ছুঁটে যায় এসকল বহুজাতিকের কাছে। আর অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এসকল কোম্পানিতে কিছু বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী
বোঝাই হয়ে এক প্রকার মনোপলি শুরু হয়েছে। দেশীয় কোম্পানিগুলো তাই এসকল মেধাবী ছাত্র-ছাত্রীদের
নিয়োগ দিতে পারছে না। কোম্পানিগুলো কিছুটা সুবিধাবঞ্চিত হচ্ছে এক্ষেত্রে বলা যায়।
কিন্তু পরবর্তীতে
কি হয় ? এই চাকরি একটা জায়গায় গিয়ে আঁটকে যায়। পদোন্নতি হতে হতে
একটা পর্যায়ে থেমে যায়। প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আসীন হওয়া হয় না কখনোই। মাঝে
মাঝে দুই একজন হয়ত পদোন্নতি পেয়ে দেশের বাইরে যাবার সুযোগ পায়। কিন্তু প্রশাসনিক
সমস্ত পদ অধিকার করে থাকে বহুজাতিক কোম্পানির চালিকা দেশের নির্বাহীরা । তারাই সব সিদ্ধান্ত নিয়ে থাকে। প্রশাসনিক
প্রতিটি কাজে তাদের আদেশ চুড়ান্ত।
আমরা তাদের আজ্ঞাবহ
দাস মাত্র। সকাল থেকে রাত অবধি কলুর বলদের মত খেঁটে যাওয়াই আমাদের কাজ। আগে আমরা ঔপনিবেশিকদের
গোলাম ছিলাম। এখন আমরা কর্পোরেট গোলাম। নিজের মেধায় অর্জিত নিজের দেশের অর্থ আমরা
অন্য দেশে চালান করে দেই। বহুজাতিক কোম্পানিগুলো আমাদের উপার্জিত বিশাল অঙ্কের অর্থ
তাদের পকেট ভর্তি করে নিয়ে যায়। যাবার আগে আমাদের কিছু ট্যাক্স দিয়ে যায়।
সমস্যা – ২
অর্জিত মুনাফার
সিংহভাগ চলে যায় কোম্পানির মালিক দেশে। এই মুনাফা তারা তুলে নেয় আমাদের দেশ থেকেই।
যেসব ক্ষেত্রে তারা ব্যবসা করে, সেখানে বেশির ভাগ ক্ষেত্রেই
তাদের আধিপত্য। উদাহরণস্বরূপ বলা যায় মোবাইল অপারেটর, প্রসাধনী সামগ্রী, শিশুখাদ্য, কোমল পানীয় প্রভৃতি। উল্লিখিত প্রত্যেকটি পণ্যের বাজার তাদের
দখলে। প্রসাধনী-তে ইউনিলিভার (লাক্স,সানসিল্ক ইত্যাদি), শিশুখাদ্যে নেসলে, কোমল পানীয়ের বাজারে কোক
ও পেপসি অধিকাংশ মার্কেট শেয়ার ধরে রেখেছে। মোবাইল অপারেটর বাজারের চিত্র আরো ভয়াবহ।
সেখানে পুরোটাই বহুজাতিকের দখলে। একটা তালিকা দেখালে বিষয়টি আরো পরিষ্কার হবে –
অপারেটর গ্রাহক
সংখ্যা (মিলিয়ন)
গ্রামীণ ফোন
(টেলিনর লিমিটেড )
৩১.৯৮২
বাংলালিঙ্ক
(ওরাসকম টেলিকম বাংলাদেশ লিমিটেড) ২০.১২৬
রবি (আজিয়াটা
লিমিটেড)
১৩.২৫৯
এয়ারটেল (এয়ারটেল
বাংলাদেশ লিমিটেড) ৪.৬০৭
টেলিটক (টেলিটক
বাংলাদেশ লিমিটেড) ১.১৯৮
মোট
৭২.৯৬৩
(সুত্র – বিটিআরসি ওয়েবসাইট )
ওপরের তালিকায়
টেলিটক বাদে প্রতিটি মোবাইল অপারেটর দেশের বাইরের। অথচ টেলিটকের বাজার সবচেয়ে কম।
বিভিন্ন লোভনীয় অফার দিয়ে তারা দেশের তরুণ সমাজকে আকৃষ্ট করছে তাদের পণ্যের প্রতি।
আর আমাদের তরুণেরাও মিডিয়ার শেখানো বন্ধুত্ব আর প্রেম ধরে রাখার তাগিদে এইসব মোবাইল
অপারেটরের দ্বারস্থ হচ্ছে। ভ্যাট ও লেভী নামের ফাঁদে প্রকৃত খরচের অনেক বেশি টাকা অপারেটরের
কাছে তুলে দিচ্ছে।
উল্লিখিত অন্যান্য
পণ্যগুলো দেখলেও সহজেই বোঝা যায় ভোক্তার বাজার কতটা তাদের দখলে। এমনকি এসব কোম্পানি
তাদের বিশাল পুঁজির সুবিধা নিয়ে প্রয়োজনে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য বিক্রি
করছে। করে বাজার দখল করছে। কিন্তু একটা সময়ে ক্রেতা তাদের পণ্যে অনুগত হয়ে পড়লে, যাকে আমরা ব্র্যান্ড আনুগত্য বলি, পণ্যের মূল্য স্বাভাবিকের চেয়েও বেড়ে যায়। এতে করে স্থানীয়
কোম্পানিগুলো বাজারে সুবিধা করতে পারছে না। তারা তাদের স্বাভাবিক ভোক্তা বাজারও হারাচ্ছে।
কোন কোন ক্ষেত্রে নতুন কোম্পানি বাজার থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে। এক্ষেত্রে রাজনৈতিক
প্রভাব-ও কিছুটা কাজ করে। যেমন – আমাদের চিনি,পাটের ব্যবসা ভারত বিশ্বব্যাঙ্কের
সহায়তায় পঙ্গু করে দিয়েছে, শুধুমাত্র নিজেদের বাজার তৈরি
করার জন্য।
তাছাড়া অগাধ
অর্থের জোরে তারা বিদেশী মডেল দিয়ে বিজ্ঞাপন করছে। সেই বিজ্ঞাপনে আমরা আকৃষ্ট হচ্ছি।
ধরেই নিচ্ছি বাইরের মডেল যা ব্যবহার করে তা-ই সর্বশ্রেষ্ঠ পণ্য। তাদের পণ্যের প্রতি অনুগত হয় পড়ছে। নিজের পকেটের পয়সা তাদের হাতে তুলে পাচার
করে দিচ্ছে। স্পন্সরশিপের নামে মিডিয়াকেও
তারা কব্জা করে ফেলেছে। দেশের নামী বিজ্ঞাপন নির্মাতারাও তাদের বিজ্ঞাপন বানাতেই যেন
বেশি আগ্রহী (যেখানে অর্থ বেশী স্বাভাবিকভাবে আগ্রহটাও সেখানে বেশী। তাই পরিষ্কারভাবেই
বহুজাতিক ও দেশী কোম্পানির বিজ্ঞাপনে একটা গুনগত পার্থক্য চলে আসে।
২০০ বছর আগেও
বিভিন্ন দেশের বেনিয়ারা এদেশে এসেছিল বাণিজ্য করতে। ঠিক বাণিজ্য তো না, লুট করতে। তারা সেটা করে গেছে। এখনো বিভিন্ন দেশ কর্পোরেট বাণিজ্যের
নামে আমাদের দেশে লুট করে যাচ্ছে। এই দেশের প্রাকৃতিক সম্পদ তারা কাঁচামাল হিসেবে ব্যবহার
করছে, আবার সেই কাঁচামাল ব্যবহার করে তৈরি করা পণ্য বিক্রি করে মোটা
অঙ্কের মুনাফাও তারা নিয়ে যাচ্ছে। আমরা তাদের বানানো সাবান,শ্যাম্পু গায়ে মেখে ফর্সা হচ্ছি, তাদের তৈরি খাবার খেয়ে আমাদের
শিশুরা হৃষ্টপুষ্ট হচ্ছে।
এরা যত সমাজ
সেবাই করুক না কেন, এদেরকে বন্ধু ভাবাটা ঠিক হবে
না। এসকল বহুজাতিক সবাই আমাদের সুসময়ের বন্ধু। স্বাধীনতার পর যখন বাংলাদেশের নাম “তলাবিহীন ঝুড়ি” ছিল তখন কিন্তু এদের কারো টিকিটাও ছিল না। সবাই সুসময়ের বন্ধু হিসেবে এদেশে এসেছে।
যখন অর্থনৈতিক অবস্থা, সরকার ব্যবস্থা সব তাদের অনুকূলে
ছিল।
সমস্যা – ৩
এই সমস্যাটি
স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে। বিশাল বাজার দখল ও ব্যাপক পুঁজির অধিকারী এসব বহুজাতিকের
দাপটে স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতিরা ব্যবসা শুরু করতে
বা ব্যবসা বাড়াতে সাহস পায় না। তাদের তো অন্তত পুঁজি উঠিয়ে আনতে হবে। আমাদের দেশে
সীমাবদ্ধতা আছে সত্যি, কিন্তু সেই সীমাবদ্ধতা কাটিয়ে
উঠাও সম্ভব। দুঃখজনকভাবে সেটাও সম্ভব হচ্ছে না বহুজাতিকের দৌরাত্ম্যে। নইলে একটি দেশের
অর্থনীতি স্বাবলম্বি করার জন্য স্থানীয় পুঁজি ও ব্যবসা বাড়ানোর বিকল্প নেই।
দেশীয় কিছু
কোম্পানি ক্রমেই আকার ও আওতায় বেড়ে উঠছে। কিন্তু এই দু’ একটি স্কয়ার, বসুন্ধরা, বেক্সিমকো যথেষ্ট নয়। ভোক্তা
ও পণ্যের বাজার স্থানীয় ব্যবসায়ীদের হাতে না আসা পর্যন্ত দেশের অর্থনীতি স্বনির্ভর
হতে পারবে না। তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে, যেমন – কৃষিনির্ভর পণ্য, প্রক্রিয়াজাত খাবার, ব্যবহৃত গাড়ি বাণিজ্য, তৈরি পোষাক শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, পরিবেশবান্ধব পণ্য ও এমন আরো
অনেক ক্ষেত্র যেখানে তারা পুঁজি বিনিয়োগ করতে পারে।
স্থানীয় পুঁজিতে
ব্যবসা চলার মানে হচ্ছে, দেশের টাকা দেশেই বিনিয়োগ
হচ্ছে। যে মুনাফা উঠে আসবে তা-ও দেশেই থাকছে, কোন বিদেশী কোম্পানির বিদেশী
ব্যাঙ্ক একাউন্টে চলে যাচ্ছে না। দেশের অর্থ দেশের ভেতরেই আবর্তিত হতে থাকলে মুদ্রা
ও পুঁজি বাজার স্থিতিশীল থাকবে। দেশে ব্যাপক কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। ব্যক্তিগত
স্বনির্ভরতা বাড়বে।
জীবনযাত্রার
মান তখন আপনা থেকেই বৃদ্ধি পাবে। জনগনের সার্বিক আর্থিক অবস্থার উন্নতি হলে দেশের অর্থনীতিও
শক্ত অবস্থানে চলে আসবে। বাংলাদেশ-ও তখন স্বনির্ভর অর্থনীতির দেশ হিসেবে মাথা তুলে
দাঁড়াতে পারবে। আন্তর্জাতিক সাহায্যের আশায় বসে থাকতে হবে না।
স্থানীয় ব্যবসায়ীরা
দেশীয় পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে পারে। দেশের বাইরে পণ্য রপ্তানী করতে পারে (যা
ইতোমধ্যে হচ্ছে)। কিন্তু দুঃখজনকভাবে এখনো একজন
শিক্ষিত ছেলে বা মেয়ে ব্যবসা নয়, বহুজাতিকের চাকরি করতেই বেশি
আগ্রহী। তরুণ উদ্যোক্তার সংখ্যা নেহাত নগণ্য।
কিন্তু কেন এভাবে
বহুজাতিক কোম্পানিগুলো আধিপত্য বিস্তার করতে পারছে ? সরকার কি কিছুই করতে পারে না ?
পুঁজি বাজারে
বিদেশী বা প্রবাসী বিনিয়োগকারীরা খুব সহজেই বিনিয়োগ করতে পারে। বৈদেশিক বিনিয়োগ
কে আকৃষ্ট করার জন্য সরকার খুব-ই নমনীয় শিল্প নীতি গ্রহণ করেছে। যেমন -
• শতকরা ১০০ ভাগ মালিকানায়
বিদেশী বিনিয়োগের অনুমতি রয়েছে।
• পাঁচটি বিশেষ ক্ষেত্র বাদে
সব ক্ষেত্রেই ব্যক্তিগত বা বৈদেশিক বিনিয়োগ উন্মুক্ত করা হয়েছে। ক্ষেত্রগুলো হল –
১) অস্ত্র ও
গোলাবারুদ শিল্প।
২) পারমাণবিক
শক্তি উৎপাদন।
৩) বনায়ন ও
সংরক্ষিত বনাঞ্চলে প্রসার করা।
৪) টাকা প্রিন্ট
করা বা মুদ্রা তৈরি।
৫) রেলওয়ে এবং
বিমান পরিবহন (কিছু অভ্যন্তরীণ রুট ও কার্গো বাদে)
• নতুন শিল্প স্থাপনের জন্য
সরকারে অনুমতির প্রয়োজন হয় না।
• ভুমি, বিদ্যুত, গ্যাস, পয়ঃনিষ্কাশন, কর রেয়াত প্রভৃতি সুবিধা
পাওয়ার জন্য বিশেষ কোন ব্যবস্থার প্রয়োজন পড়ে না।
• কোন বিদেশী বিনিয়োগাকারী
৫ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করলে বা ১০ লক্ষ মার্কিন ডলার কোন স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানে
ট্রান্সফার করলে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য বিবেচিত হবে। বিদেশী বিনিয়োগকারীকে
স্থায়ী রেসিডেন্টশীপ দেয়ার ক্ষেত্রে বিদ্যমান আইনে ন্যূনতম ৭৫,০০০ মার্কিন ডলার বিনিয়োগের যে শর্ত রয়েছে, তা বাড়িয়ে ন্যূনতম ১০০,০০০ মার্কিন ডলার করা হবে।
বিদেশী বিনিয়োগকে
সরকার যতটা সাহায্য-সহায়তা করছে, স্থানীয় ব্যবসাকে কিন্তু
সেভাবে করছে না। হ্যাঁ একথা সত্য যে ক্ষুদ্র, মাঝারি, মাইক্রো ও কুটির শিল্প স্থাপনের লক্ষ্যে এসএমই নীতিমালা গ্রহণ
করেছে। স্থানীয় ব্যবসার জন্যও বিভিন্ন রকম কর মওকুফ সুবিধাসহ বেশ কিছু সুবিধা প্রদান
করছে। কিন্তু বিদেশী বিনিয়োগের মত স্থানীয় ব্যবসায়ীদের কিংবা তরুণ উদ্যোক্তাদের
ঠিক আকৃষ্ট করতে পারছে না। যেমন – তৈরি পোশাক শিল্পে কাঁচামালের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ রয়েছে। এই কাঁচামাল কিংবা
অনুষঙ্গ যদি দেশেই প্রস্তুত করা যেত। কিংবা কৃষিনির্ভর পণ্যের কাঁচামাল যদি মধ্যস্বত্বভোগীর
হাত ঘুরে না আসত, কিংবা এরকম আরো অনেক বিষয়
যদি সরকারের সরাসরি নিয়ন্ত্রনে থাকত, তাহলে স্থানীয় ব্যবসায়ীরা
আরো আগ্রহী হত।
দেশের বাজার
সরকারের সরাসরি নিয়ন্ত্রনের বাইরে। মুক্ত বাজার অর্থনীতির সুযোগ নিয়ে তাই বহুজাতিক
কোম্পানিগুলো দেশে আসছে, বাজার দখল করছে, ট্রেড ব্যারিয়ার তৈরি করছে। তরুণ ব্যবসায়ী, উদ্যোক্তারা তাই মাঠে নামতে পারছে না।
আমাদের দেশের
কুটির শিল্প, বস্ত্র শিল্প, ক্ষুদ্র ব্যবসাসমূহ এমনকি স্থানীয় কোম্পানিগুলো-ও উঠে দাঁড়াতে
পারছে না এই বহুজাতিক কোম্পানিগুলোর কারণে। দেশের স্বার্থে, দেশের অর্থনৈতিক ভবিষ্যতের স্বার্থে আমাদের উচিত এই কর্পোরেট
দাসত্ব থেকে বেরিয়ে আসা। এই কর্পোরেট ঔপনিবেশিকতার বেড়াজাল ছিন্ন করা। পুঁজিবাদের
এই আধুনিক হাতিয়ার থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নয় কি ?