বরগুনায় স্ত্রীর সামনে এক স্বামীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এন.সি-৩০১

বরগুনায় স্ত্রীর সামনে এক স্বামীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
Related image
বরগুনায় স্ত্রীর সামনে এক স্বামীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
স্বামীর নাম- শাহ নেয়াজ রিফাত শরীফ
স্ত্রীর নাম- আয়েশা সিদ্দিকা মিন্নি
সন্ত্রাসীর নাম- নয়ন বন্ড
নয়নের দাবী, মিন্নি তার সাবেক স্ত্রী। নয়নের দাবী, সত্য হতেও পারে, আবার নাও হতে পারে। মিন্নি নয়নের ‘এক্স’ হতেও পারে আবার বিষয়টি এক তরফাও হতে পারে। কিন্তু কথা হলো- ‘সুন্দরী’ মিন্নির প্রতি আসক্ত ছিলো নয়ন। রিফাত মিন্নিকে বিয়ে করলে নয়ন ক্ষেপে যায় এবং দ্বন্দ্বের এক পর্যায়ে কুপিয়ে হত্যা করে।
আজকের ঘটানাটি ভিডিওতে ধারণ হয়েছে বলে খুব আলোড়িত হচ্ছে, ঠিক যেমন হয়েছিলো, সিলেটে বদরুল কর্তৃক খাদিজা আক্তার নার্গিসকে ‍কুপানোর ভিডিও। কিন্তু বাস্তবে খোজ নিলে দেখা যাবে, প্রতিনিয়ত এ ধরনের ঘটনা বহু ঘটছে, কিছু লোকাল মিডিয়ায় আসছে, আর কিছু আসছে না।
সমাজে এ ধরনের বৃদ্ধির পেছনে যে কারণগুলো খুজে পাওয়া যাচ্ছে-
১) নারী-পুরুষের মাঝে বিয়ের আগে ‘এক্স’ কালচার বাড়ছে।
২) নারী-পুরুষের বিয়ের বয়ষ বাড়িয়ে দেয়ায়, অনেকে এক্স কালচারে যুক্ত হচ্ছে। কিন্তু পরবর্তী জীবনে ঐ ‘এক্স’ সমস্যা তৈরী করছে।
৩) বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পর্দা প্রথা একটি জরুরী বিষয়। আগে মুসলিমরা পর্দা করতো, পরে মুসলিমদের দেখে হিন্দু নারীদেরকেও পর্দা করতে দেখা যায়। কিন্তু পর্দা প্রথা উঠে যাওয়ায় সমাজে বিরাট বিশৃঙ্খলতা দেখা দিয়েছে। উদাহরণ আজকের ঘটনা। যেমন- মিন্নিদের সাথে যদি নয়নদের আগে সম্পর্ক নাও থাকে, তবু মিন্নিরা পর্দা না করায়, অনেক সন্ত্রাসী এলাকার অনেক সুন্দরী মেয়েকে বউ ভেবে বসে আছে। যার কারণে ঐ সুন্দরীর বিয়ে হয়ে গেলে তার স্বামীকে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। এক্ষেত্রে পর্দা প্রথার গুরুত্ব বোঝা যায়।
অনেকে হয়ত আজকের ঘটনা দেখে, আগে নয়নের ফাঁসি চাইবে,
কিন্তু আমি আগে নয়নের ফাঁসি চাইবো না।
যে মূল সমস্যাগুলোর কারণে সমাজে প্রতিনিয়ত রিফাতদের কুপিয়ে হত্যা করা হচ্ছে,
সে মূল সমস্যাগুলো আগে সমাধান চাইবো।
আমাদের সমস্যার গোড়ায় ঢুকতে হবে, তাহলে সমাজে এ ধরনের অরাজকতার পুনরাবৃত্তি ঘটবে না।