‘কাউন্টার টেরোরিজম ইউনিট’ নামক কৌতুক সংগঠন বন্ধ হোক -১
ডিএমপির ‘কাউন্টার টেরোরিজম ইউনিট’ কার বুদ্ধিতে এসব জিনিস ছড়াচ্ছে তা আমি জানি না।
তবে তাদের বিভিন্ন প্রকাশনা দেখলে বোঝা যায়, যার মাথা থেকেই এ বুদ্ধিগুলো আসছে, সে খুব সিলি বুদ্ধি সম্পন্ন লোক।
তবে তাদের বিভিন্ন প্রকাশনা দেখলে বোঝা যায়, যার মাথা থেকেই এ বুদ্ধিগুলো আসছে, সে খুব সিলি বুদ্ধি সম্পন্ন লোক।
যেমন-
একটা পয়েন্টে বলা হইছে- উগ্রবাদের সাথে জড়িয়ে পড়লে আচার-আচরণে বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন পরিলক্ষিত হয়। এর মধ্যে একটি হলো-“সরকারি অনুদানে তৈরী মসজিদে নামাজ না পড়া।”
স্বাভাবিক দুইটি প্রশ্ন উদয় হতে পারে,
১. বাংলাদেশের মোট মসজিদ সংখ্যা কত ? এবং
২.কতগুলো মসজিদে সরকারী অনুদান পৌছায় ?
১. বাংলাদেশের মোট মসজিদ সংখ্যা কত ? এবং
২.কতগুলো মসজিদে সরকারী অনুদান পৌছায় ?
২০০৮ সালে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এক জরিপ করে। তাদের জরিপের হিসেবে ঐ সময় বাংলাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ১৭৬টি। (https://bit.ly/2Jryus6)
এবার আসুন, কতগুলো মসজিদ সরকারি অনুদান পায় তার হিসেব করি।
প্রতি বছর বাজেটে কিছু টাকা রাখা হয় মসজিদগুলোকে সংস্কার করার জন্য অনুদান দেয়ার। এই অনুদানের পরিমানটা জানা দরকার। সাবেক ধর্মমন্ত্রীর সংসদে জানিয়েছিলো, “২০১৫-১৬ অর্থবছরে ৫ হাজার ৩৫৬টির অনুকূলে ১১ কোটি ২১ লাখ ৬০ হাজার, ২০১৬-১৭ অর্থবছরে ৫ হাজার ৩৯৯ মসজিদের জন্য ১১ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।” (https://bit.ly/2Xv4Abg)
প্রতি বছর বাজেটে কিছু টাকা রাখা হয় মসজিদগুলোকে সংস্কার করার জন্য অনুদান দেয়ার। এই অনুদানের পরিমানটা জানা দরকার। সাবেক ধর্মমন্ত্রীর সংসদে জানিয়েছিলো, “২০১৫-১৬ অর্থবছরে ৫ হাজার ৩৫৬টির অনুকূলে ১১ কোটি ২১ লাখ ৬০ হাজার, ২০১৬-১৭ অর্থবছরে ৫ হাজার ৩৯৯ মসজিদের জন্য ১১ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।” (https://bit.ly/2Xv4Abg)
তাহলে মসজিদ অনুদান পাচ্ছে ৫৩০০ এর মত, অথচ মোট মসজিদ সংখ্যা আড়াই লক্ষ। সে হিসেবে অনুদান পাওয়া মসজিদের সংখ্যা মোট মসজিদের মাত্র ২%।
এবার আসুন অনুদানের অর্থের পরিমাণ দেখি।
৫৩০০ মসজিদ পায় ১১ কোটি ৪৬ লক্ষ
তাহলে প্রতি মসজিদ গড়ে বছরে অনুদান পায় ২১ হাজার টাকার মত।
আমার জানা মতে, মসজিদের প্রতি বরাদ্দের এই টাকা নিয়ে বিরাট দুর্নীতি হয়।
বড় একটা অংশই সরকারি দুর্নীতিবাজরা মেরে খায়।
এরপরও যদি ধরি ২১ হাজার মাত্র ২% মসজিদে পৌছায়,
তবে ঐ টাকা দিয়ে অনেক মসজিদের ১-২ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ হবে ? আপনারাই বলুন ??
৫৩০০ মসজিদ পায় ১১ কোটি ৪৬ লক্ষ
তাহলে প্রতি মসজিদ গড়ে বছরে অনুদান পায় ২১ হাজার টাকার মত।
আমার জানা মতে, মসজিদের প্রতি বরাদ্দের এই টাকা নিয়ে বিরাট দুর্নীতি হয়।
বড় একটা অংশই সরকারি দুর্নীতিবাজরা মেরে খায়।
এরপরও যদি ধরি ২১ হাজার মাত্র ২% মসজিদে পৌছায়,
তবে ঐ টাকা দিয়ে অনেক মসজিদের ১-২ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ হবে ? আপনারাই বলুন ??
বাংলায় একটা কথা আছে, “যত বড় মুখ নয়, তত বড় কথা”
সরকার ২% মসজিদের ২ মাসের বিদ্যুৎ বিলের খরচ দিতে পারে না,
অথচ ডিএমপি’র ঐ কাউন্টার টেরোরিজম ইউনিট বলতেছে, সরকারে অনুদানে তৈরী মসজিদে নামাজ না পড়লেই সন্ত্রাসী-উগ্রবাদী! বুঝেন অবস্থা।
সরকার ২% মসজিদের ২ মাসের বিদ্যুৎ বিলের খরচ দিতে পারে না,
অথচ ডিএমপি’র ঐ কাউন্টার টেরোরিজম ইউনিট বলতেছে, সরকারে অনুদানে তৈরী মসজিদে নামাজ না পড়লেই সন্ত্রাসী-উগ্রবাদী! বুঝেন অবস্থা।
এজন্যই বললাম- ডিএমপির কাউন্টার টেরোরিজম নামক কৌতুক সংগঠনকে বন্ধ করা হোক।