ছবি: নাট্য নির্মাতা ও পরিচালক সুমন আনোয়ার । এন.সি- ২৯২

ছবি: নাট্য নির্মাতা ও পরিচালক সুমন আনোয়ার
Image result for স্প্রিংবাংলা নাটক নিয়ে একাত্তর টিভিতে ‘টিভি নাটকে গল্পের আকাল’ শিরোনামে একটা রিপোর্ট করার পর অনেককে দেখলাম বাংলা নাটক নিয়ে আলোচনা-সমালোচনা করতে। তবে আমাকে যদি কেউ কোন মন্তব্য করতে বলে, তবে আমি নাট্য নির্মাতা ও পরিচালক সুমন আনোয়ারকে নিয়ে কথা বলবো। এই লোকটা বাংলা নাটককে পর্নোগ্রাফির পর্যায়ে নিয়ে গেছে, যা আর কারো মধ্যে দেখি নাই। নাটক- ‘টক ঝাল মিষ্টি’, ‘রানীবালা’, টেলিফিল্ম- ‘অন্ধকারের ঢাকা’, এগুলোকে খুব সহজেই এক্সরেটেড নাটক হিসেবে চালানো যায়।
আমার কথা হলো, নাটক যে মাধ্যমেই রিলিজ হোক, এর সেন্সরশীপ দরকার। আর সুমন আনোয়ার যদি আন্ডারগ্রাউন্ডের কেউ হতো, তবে একটা কথা ছিলো, কিন্তু প্রকাশ্যে সুপরিচিত এক্টর-একট্রেস নিয়ে রহস্যের নাম দিয়ে সে যেভাবে চরমমাত্রার অশ্লীলতা ছড়াচ্ছে, তা কিছুতেই মেনে নেয়া যায় না।
প্রশাসনের উচিত, অশ্লীলতা ছড়িয়ে সমাজকে বিপদগ্রস্ত করার জন্য সুমন আনোয়ারকে গ্রেফতার করে আইনের আওতায় আনা। আর নাট্যজনদের উচিত, এতদিনের গড়ে ওঠা ইন্ডাস্ট্রিকে যারা কলুষিত করতে চায়, তাদের সর্বক্ষেত্রে বয়কট করা।
ছবি: নাট্য নির্মাতা ও পরিচালক সুমন আনোয়ার