আমেরিকায় উবার চালকরা নাকি আত্মহত্যা করতেছে । এন.সি- ২৯৩

আমেরিকায় উবার চালকরা নাকি আত্মহত্যা করতেছে
খবরে প্রায় দেখি-
আমেরিকায় উবার চালকরা নাকি আত্মহত্যা করতেছে
ভারতে কৃষকরা নাকি আত্মহত্যা করতেছে
তখন বুঝি, এটাই হইলো কর্পোরেটোক্রেসি।
কর্পোরেট সম্রাজ্যবাদীরা আপনাকে সরাসরি হত্যা করবে না, কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি করা হবে, যেন আপনি নিজেই আত্মহত্যা করেন।
Related imageআজকে গাজীপুরে স্পিনিং মিলে আগুন দেখে আমার সেই কর্পোরেটোক্রেসির থাবার কথা মনে পড়ছে বার বার। কারণ-
১) শিল্পখাতে গ্যাসের দাম ৩৮% বৃদ্ধি, ফলে উৎপাদন খরচ বৃদ্ধি।
২) কর্পোরেট ট্যাক্স ৪০%, ১০০ টাকা ইনকাম করলে ৪০ টাকা সরকারকে দিতে হবে।
৩) পার্শ্ববর্তী ভারত থেকে আসার সূতার সাথে প্রতিযোগীতায় টিকে থাকতে ঘাম ঝড়ানো অবস্থা।
৪) ব্যাংকের ঋণের বোঝা, উচ্চ হারে সুদ।
৫) কিস্তি শোধ করতে না পেরে খেলাপী হয়ে গেছে্ এখন নতুন ঋণও নিতে পারতেছে না। ব্যাংক টাকার জন্য প্রেসার দিতেছে, নয়ত মামলা করবে।
এত সব চাপ থেকে বাচতে স্পিনিং মিল মালিকরা যদি নিজেরাই নিজেদের প্রতিষ্ঠানে আগুন দেয়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ভয়ের কথা হইলো- কর্পোরেটোক্রেসি যত বাড়বে ব্যবসায়ীদের মধ্যে এই প্রবণতা ততই বাড়তে থাকবে।