গতকালকে বরগুনায় রিফাত নামক এক যুবককে কুপিয়ে হত্যার পর একটা স্ট্যাটাস দেয়ার পর, অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে। এন.সি- ৩০০

গতকালকে বরগুনায় রিফাত নামক এক 
যুবককে কুপিয়ে হত্যার পর একটা স্ট্যাটাস দেয়ার পর, অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে।

Related image
গতকালকে বরগুনায় রিফাত নামক এক যুবককে কুপিয়ে হত্যার পর একটা স্ট্যাটাস দেয়ার পর, অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে।
এর মধ্যে একদল কমেন্ট করেছে, “এই হত্যাকাণ্ডের জন্য বিচারহীনতার সংস্কৃতি দায়ী, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার হইলে, আজকে এ ঘটনা ঘটতো না।”
আরে ভাই- এখানে বিশ্বজিৎকে টানলেন কোন যুক্তিতে ?
সরকারের সমালোচনা করা ভালো, কিন্তু আন্দাজে সরকারের সমালোচনা করে নিজেরে গুরুত্বহীন বানাইয়েন না।
বিশ্বজিৎ হইলো একটা রাজনৈতিক হত্যাকাণ্ড, আর রিফাত হত্যাকাণ্ড হইলো- এক মাইয়ারে নিয়ে দুই পোলার কামড়াকামড়ি। এ কামড়াকামড়ি আজকে প্রথম না, সেই শুরু থেকে চইলা আসতেছে। ইহুদী-খ্রিস্টান-মুসলমান তিন ধর্মে মতে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হইলো এক মেয়েকে নিয়ে। হেলেনকে নিয়ে ট্রয় সম্রাজ্য ধ্বংস হওয়ার ইতিহাস সবাই জানে। আমার কথা হইলো, বিশ্বজিত হত্যাকাণ্ডের বিচার হইলে কি ঐঘটনাগুলোও থেমে যাইতো ?
আমার মনে হয়, যারা আমার বিরোধীতা করে, তারা হয় আমার লেখাগুলো ঠিকমত পড়ে না, অথবা পড়লেও বুঝতে পারে না। অথচ আমি একটা লাইন লেখার আগে অনেক ভেবে চিন্তে বুঝে কথা বলি। এবং আমার লেখা দ্বারা যেন বহুদূর পর্যন্ত মানুষ উপকৃত হয়, সে চিন্তা করি। যেমন- ঐ লেখায় আমি এক প্যারায় লিখছিলাম-
“আজকের ঘটানাটি ভিডিওতে ধারণ হয়েছে বলে খুব আলোড়িত হচ্ছে, ঠিক যেমন হয়েছিলো, সিলেটে বদরুল কর্তৃক খাদিজা আক্তার নার্গিসকে ‍কুপানোর ভিডিও। কিন্তু বাস্তবে খোজ নিলে দেখা যাবে, প্রতিনিয়ত এ ধরনের ঘটনা বহু ঘটছে, কিছু লোকাল মিডিয়ায় আসছে, আর কিছু আসছে না।”
এ অংশটুকু আমি কেন লিখেছিলাম, আসুন গত মে ও জুন মাসে মিডিয়ায় আসা কিছু খবর দেখি-
১) খবর প্রকাশ: ০৩ মে ২০১৯
খবর : চুয়াডাঙ্গায় এক কিশোরীকে ভালোবাসে দুই বন্ধু, এক বন্ধুকে কুপিয়ে হত্যা করলো ১৪ বছরের আরেক বন্ধু
(https://bit.ly/2xfbfLUhttps://bit.ly/2Ybi9xL)
২) খবর প্রকাশ: ১০ মে ২০১৯
খবর: মাদারিপুরে পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা
(https://bit.ly/2FCQcHT)
৩) খবর প্রকাশ: মে ১১, ২০১৯
খবর: ময়মনসিংহে পরকীয়ার জেরে প্রেমিকা ও স্বামীকে কুপালো প্রেমিক, প্রেমিকা নিহত
(https://bit.ly/2XeaOBd)
৪) খবর প্রকাশ: ১৪ মে, ২০১৯
পরকীয়ার প্রস্তাব প্রত্যাখ্যান, বগুড়ায় মামিকে কুপিয়ে মেরে ভাগ্নের আত্মহত্যা
(https://bit.ly/2Nep20c)
৫) খবর প্রকাশ: ১৫ই মে, ২০১৯
খবর: যশোরে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করলো স্ত্রীর প্রেমিক
(https://bit.ly/2YmvFPm)
৬) খবর প্রকাশ: জুন ১৪, ২০১৯
খরব: নড়াইলে পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় দু’যুবককে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা।
(https://bit.ly/2ZJQ7tE)
৭)খবর প্রকাশ: ১৯ জুন, ২০১৯
খবর: পরকিয়া প্রেম করে বিয়ে,শিবচরে সালিশ বৈঠকের আগে প্রেমিককে কুপিয়ে জখম...
(https://bit.ly/2X24IyV)
৮) খবর প্রকাশ: ১৯ জুন ২০১৯
খবর : নারায়নগঞ্জে পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম
(https://bit.ly/2Yg0eWP)
৯) খবর প্রকাশ: জুন ২০, ২০১৯
খবর: স্ত্রীর সাথে পরকীয়া, ঝিনাইদহে প্রেমিক মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা করলো স্বামী
(https://bit.ly/2XhueoV)
১০) খবর প্রকাশ: ২০ জুন, ২০১৯
খবর: চাঁদপুরে প্রেমের ঘটনায় জেরে দুই ভাইকে কুপিয়ে জখম
(https://bit.ly/2IRsABx)
কি বুঝলেন ?
বোঝা গেলে যেহেতু এই কোপাকুপির ঘটনাটা কেউ ভিডিও করে ফেসবুকে ছাড়ছিলো, তাই সেই ভিডিও দেখে পাবলিকের আবেগ শীর্ষে পৌছে গেছে, কিন্তু প্রতিনিয়ত এরকম বহু ঘটনা ঘটলেও সেগুলো ভিডিও হয় না দেখে পাবলিকের সেক্ষেত্রে আবেগও হয় না, এবং তার সম্পর্কে খবরও রাখে না।
আমি আমার লেখায় শুধু বলছিলাম, এক কুপানোর ঘটনার বিচার করলেই এর সমাধান হবে না। কারণ গত ২ মাসের খবরগুলো দেখেন অনেকগুলোর বিচারকাজ চলতেছে, তাই বলে কি নারী নিয়ে পুরুষের মধ্যে কামড়াকামড়ি থেমে গেছে ?
থামে নাই, থামবেও না। কারণ এই সমস্যা মানুষের আবেগের সাথে জড়িত, রাষ্ট্রীয় আইন দিয়ে এই সমস্যার কখন প্রকৃত সমাধান হবে না। বিচারকাজ চলতে পারে, তার গতিতে, সেটা কখন চূড়ান্ত সমাধান নয়।
এই সমস্যার গোড়ায় আঘাত করলে তার সমাধান হবে, যার সমাধান আমি আগের পোস্টে বলেছি, নারী-পুরুষের তাড়াতাড়ি বিয়ে দেয়া, ধর্মীয় পর্দা চালু করা এবং ধর্মীয় নৈতিকতা চর্চা বৃদ্ধি ছাড়া এই কুপাকুপি কখনই থামানো সম্ভব নয়।