কর্পোরেটোক্রেসি নিয়ে স্ট্যাটাসে আপনাদের একটা শ্লোগান শিখিয়েছিলাম-এন.সি- ৩০৯

কর্পোরেটোক্রেসি নিয়ে স্ট্যাটাসে আপনাদের একটা শ্লোগান শিখিয়েছিলাম-
Related imageকর্পোরেটোক্রেসি নিয়ে স্ট্যাটাসে আপনাদের একটা শ্লোগান শিখিয়েছিলাম-
“উন্নয়ন চাই না, খরচ কমান”
বলেছিলাম- এই শ্লোগানটা হলো – ঠিক কর্পোরেটোক্রেসি’র বিপরীত।
এটা কর্পোরেটোক্রেসির জন্য এন্টিবায়োটিক হিসেবে কাজ করবে।
কিন্তু সমস্যা হলো জনগণ এ কথাটা বলতে পারে নাই এবং পারছেও না।
বাজেটের মাধ্যমে কিন্তু সেটাই করা হয়,
জনগণের খরচ বাড়ে, আর দেশে বিদেশীদের প্রভাব বাড়ে,
যাকে আমরা বলছি- কর্পোরেটোক্রেসি।
আরেকটা কথা শিখিয়েছিলাম,
সরকারের কোন টাকা নেই, সব টাকা জনগণের টাকা।
সরকার বিভিন্ন পলিসি করে জনগনের থেকে টাকা নেয় এবং সেই টাকা দিয়ে সব কাজ করে।
আসলে ‘টাকা’ বলেও আসলে কোন বাস্তব সম্পদ নেই।
টাকা হলো এক ধরনের ‘চেক’। সেই চেক দিয়ে জনগণের সম্পদ সরকার নিজের নিয়ন্ত্রণে রাখে।
আবার সেই চেক আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যমে আমাদের সম্পদ আমেরিকা নিয়ে যায়।
আসলে বর্তমান বাজেটের আলাদা করে সমালোচনা করার কোন বিষয় দেখি না,
পুরো সিস্টেমরটার মধ্যে গলদ। তবে সিস্টেমটা যদি আমরা ধরতে পারি,
তখন আলোচনা ও সমালোচনা করা আমাদের জন্য সহজ হয়।
কারণ জনগণের সম্পদ কিভাবে সরকার ও তার ভায়া হলে সম্রাজ্যবাদীরা নিয়ে যাচ্ছে,
সেটা জনগণ বুঝতে পারে না। বুঝতে পারলে আলোচনা-সমালোচনা সহজ হয়।
পুরো বাজেট নিয়ে আসলে একবারে আলোচনা করলে আলোচনা অনেক বড় হয়ে যাবে।
কিন্তু এই ছবিটা আমি তৈরী করেছি, যেন পুরো বিষয়টি এক নজরে দেখা যায়।
আজকে আমার লিখিত স্ট্যাটাস নাই, এ ছবিটার উপর ভালোভাবে স্ট্যাডি করুন।
পুরো বিষয়টি ধরতে পারলে খণ্ড খণ্ড বিষয় নিয়ে আলোচনা সহজ হবে।
বি:দ্র: কোন বিষয় অস্পষ্ট হলে কমেন্ট করুণ, উত্তর দেয়ার চেষ্টা করবো।
No photo description available.