ঈদে মাবরুর রশীদ বান্নাহ’র দুইটা নাটক-এন.সি- ৩২৩

ঈদে মাবরুর রশীদ বান্নাহ’র দুইটা নাটক-
Image result for স্প্রিং
ঈদে মাবরুর রশীদ বান্নাহ’র দুইটা নাটক-
১) প্রটেকশন
২) ব্লেড
প্রটেকশন নাটকের মেসেজ হলো অবিবাহিত যুবক বয়সের ছেলেরা মানিব্যাগে কনডম রাখতেই পারে। এটা দোষের কিছু না, বরং সমাজের জন্য ভালো। এ মেসেজটা বাংলাদেশের জন্য নতুন, কিন্তু পাশ্র্ববতী ভারতে অবিবাহিত যুবকদের মধ্যে কনডম ক্রয়ের ভীতি দূর করতে অনেক আগে থেকেই প্রচারণা চালানো হইছে।
‘ব্লেড’ নাটকের মেসেজ হলো, ‘রেডিক্যাল ফেমিনিজম’। স্বাভাবিকভাবে আমরা যে নারীবাদ বা ফেমিনিজম দেখি সেটা হলো লিবারেল ফেমিনিজম। আমি অনেক আগের একটা স্ট্যাটাসে বলেছিলাম, সমাজে লিবারেল ফেমিনিজম দেখা যাচ্ছে, খুব শিগ্রই বাংলাদেশের নারীদের মধ্যে রেডিক্যাল ফোমিনিজম ঢুকানোর চেষ্টা করা হবে। আমার মনে হয়, সেই প্রচেষ্টা বেশ ভালোভাবেই শুরু হয়েছে। “আইন নিজের হাতে তুলে নিবেন না”- একটা গ্রুপ প্রচার করে। কিন্তু তারাই আবার নারীদের কুংফু শেখায়, ব্যাগে ছুরি রাখতে বলে, কেচি/ব্লেড দিয়ে পুরুষের লিঙ্গ কাটার শিক্ষা দেয় (এই নাটকে সে শিক্ষা দেয়া হয়েছে)। এই ধরনের রেডিক্যাল ফেমিনিজম সমাজে নারী নির্যাতন হ্রাস করা তো দূরের কথা, বরং নারীদের আরো হুমকির মুখে ফেলবে, কারণ এতে উগ্রপুরুষবাদ আরো উস্কে দেয়া হয়। ফলশ্রুতিতে সমাজে নারী নির্যাতন বহুগুনে বেড়ে যাবে নিশ্চিত।
মোস্তাফা সারোয়ার ফারুকী আর তার অনুসারী আশফাক নিপুন ও মাবরুর রশীদ বান্নাহ’র ক্যাটাগরি প্রায় এক। এরা নাটকের মাধ্যমে ‘মার্কিন ডেমোক্র্যাট ব্লক’র বিভিন্ন মেসেজ থ্রো করে। সত্যিই বলতে নাটকের মাধ্যমে ম্যাস পিপলের ‘মাইন্ড প্রোগ্রামিং’ করানো খুব সোজা। এই গোষ্ঠীটি সেই কাজ সু-কৌশলে করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
আরো পড়তে পারেন-
১) রেডিক্যাল ফেমিনিজম নিয়ে আমার লেখা- https://bit.ly/2QMm3dq
২) ঈদ নাটকে সাবলিমিনাল মেসেজ – https://bit.ly/2Kwx8yu
৩) মাবরুর রশীদ বান্নাহ’র নাটক ‘ব্রা-দার’- https://bit.ly/2ERxvQb