পাকিস্তানী এক পত্রিকায় নাকি বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে ব্যঙ্গ করছে।
এতে অনেকে দেশপ্রেমে উব্ধুদ্ধ হয়ে পাকিস্তানকে গালাগালি করতেছে।
খুব ভালো কথা।
এতে অনেকে দেশপ্রেমে উব্ধুদ্ধ হয়ে পাকিস্তানকে গালাগালি করতেছে।
খুব ভালো কথা।
আমি অবশ্য খুজতেছি, কোন পত্রিকা এই কামটা করলো।
খুজে দেখি পত্রিকার নাম দ্য নেশন।
কার্টুনটা দেখে খুব বাস্তব সম্মত মনে হইলো না।
কারণ বাংলাদেশ-আফগানিস্তান না হয় ভয় পেয়ে দৌড় দিচ্ছে মানলাম
কিন্তু বিশ্বকাপের অন্যতম শীর্ষ দল নিউজল্যান্ডও দৌড় দিচ্ছে এটা মেনে নিতে পারতেছি না্।
আমার মনে হয়, পাকিস্তান দল নিজেও জানে, তার সামর্থ কতটুকু।
তাই বাংলাদেশকে আন্দাজে খাটো করার কথা না, সেখানে নিউজিল্যান্ড তো বহুদূর।
কিন্তু এ ছবিটা যে বানাইছে, আমার ধারণা সে নিজেও ক্রিকেট খেলা সম্পর্কে ধারণা রাখে না।
খুজে দেখি পত্রিকার নাম দ্য নেশন।
কার্টুনটা দেখে খুব বাস্তব সম্মত মনে হইলো না।
কারণ বাংলাদেশ-আফগানিস্তান না হয় ভয় পেয়ে দৌড় দিচ্ছে মানলাম
কিন্তু বিশ্বকাপের অন্যতম শীর্ষ দল নিউজল্যান্ডও দৌড় দিচ্ছে এটা মেনে নিতে পারতেছি না্।
আমার মনে হয়, পাকিস্তান দল নিজেও জানে, তার সামর্থ কতটুকু।
তাই বাংলাদেশকে আন্দাজে খাটো করার কথা না, সেখানে নিউজিল্যান্ড তো বহুদূর।
কিন্তু এ ছবিটা যে বানাইছে, আমার ধারণা সে নিজেও ক্রিকেট খেলা সম্পর্কে ধারণা রাখে না।
যাই হোক, দ্য নেশন পত্রিকার সম্পাদকের নাম হইলো রমিজা নিজামি।
রমিজা নিজামি সম্পর্কে ঘাটতে গিয়ে আমি যতটুকু বুঝলাম,
সে মার্কিন ডেমোক্র্যাট ব্লকের সদস্য।
নারীবাদ, এলজিবিটি অধিকার ও ধর্মনিপক্ষেকতার পক্ষে।
যদিও পাকিস্তান বাংলাদেশের তুলনায় রক্ষণশীল, তবুও তার অবস্থান থেকেই সে খুব কৌশলে ডেমোক্র্যাট মতবাদগুলো প্রচার করে যাচ্ছে।
রমিজা নিজামি সম্পর্কে ঘাটতে গিয়ে আমি যতটুকু বুঝলাম,
সে মার্কিন ডেমোক্র্যাট ব্লকের সদস্য।
নারীবাদ, এলজিবিটি অধিকার ও ধর্মনিপক্ষেকতার পক্ষে।
যদিও পাকিস্তান বাংলাদেশের তুলনায় রক্ষণশীল, তবুও তার অবস্থান থেকেই সে খুব কৌশলে ডেমোক্র্যাট মতবাদগুলো প্রচার করে যাচ্ছে।
মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে যারা পাকিস্তানবিরোধী কথিত চেতনা ছড়ায়,
আন্তর্জাতিক দৃষ্টিকোন থেকে দ্য নেশন এর রমিজা নিজামি একই ব্লক মেইনটেইন করে।
পার্থক্য হলো- ওরা বাংলাদেশে থেকে পাকিস্তানবিদ্বেষ ছড়ায়,
আর রমিজা পাকিস্তান থেকে বাংলাদেশ বিদ্বেষ ছড়ায়।
সম্ভবত, এ গ্রুপটা কখন চায় না, ভারতের দুই পাশে দুটি মুসলিম রাষ্ট্রের মধ্যে কখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, তাহলে সেটা তাদের স্বার্থে আঘাত হানবে।
আন্তর্জাতিক দৃষ্টিকোন থেকে দ্য নেশন এর রমিজা নিজামি একই ব্লক মেইনটেইন করে।
পার্থক্য হলো- ওরা বাংলাদেশে থেকে পাকিস্তানবিদ্বেষ ছড়ায়,
আর রমিজা পাকিস্তান থেকে বাংলাদেশ বিদ্বেষ ছড়ায়।
সম্ভবত, এ গ্রুপটা কখন চায় না, ভারতের দুই পাশে দুটি মুসলিম রাষ্ট্রের মধ্যে কখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, তাহলে সেটা তাদের স্বার্থে আঘাত হানবে।
সম্প্রতি আন্তর্জাতিক রাজনীতিতে কৌশলগত কারণেই ইমরান খান চাইছিলো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, কিন্তু ঐ গ্রুপটি জোর করে চাইছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিরোধকে উস্কে দিতে। যেহেতু বাংলাদেশের জনগণ হুজুগে মাতাল, ক্রিকেট খেলাকেই জীবন-মরণ ভাবে, তাই তারা ক্রিকেটকেই বেছে নিয়েছে সেই দ্ব্ন্দ্ব উস্কানোর জণ্য। দ্য নেশন পত্রিকায় ব্যঙ্গ কাটুর্ন দেখে অন্তত সেটাই বুঝা যায়।