মার্কিন সম্রাজ্যবাদের পেছনে যে কয়টি কর্পোরেট জায়ান্ট পরিবারের কথা বলা তার মধ্যে অন্যতম রকফেলার ফ্যামিলি। সেই রকফেলার ফ্যামিলির কর্ণধার ডেভিড রকফেলার ২০০৮ সালে নিজ হাতে ব্র্যাক ও আড়ংয়ের মালিক ফজলে হাসান আবেদকে পুরস্কৃত করে। পুরষ্কারের নাম - 'ডেভিড রকফেলার লিডারশিপ অ্যাওয়ার্ড'। (https://bit.ly/2IreyVy, https://bit.ly/2Kx28OP)
লক্ষ্য করুণ ফজলে হাসান আবেদকে এমন সময় (২০০৮ এর সেপ্টেম্বরে) পুরষ্কার দেয়া হয়েছিলো, যখন দেশে কোন নির্বাচিত সরকার ছিলো না, ছিলো মার্কিনপন্থী ফখরুদ্দিন শাসিত তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন নিয়েও শঙ্কা ছিলো। ২০০৬-০৮ এর কথা আমার স্পষ্ট মনে আছে, খালেদা-হাসিনাকে মাইনাস-টু করে ইউনুসকে নোবেল দিয়ে আমেরিকার টার্গেট ছিলো ইউনুসকে ক্ষমতায় নিয়ে আসা। কিন্তু ইউনুসকে নিয়ে সফল হতে না পারায় আমেরিকার সেকেন্ড চয়েজ ছিলো ফজলে হাসান আবেদ, যদিও পরবর্তীতে সেটাও সফল হয় নাই।