এক ভাইয়ের সঙ্গে আলাপ করছিলাম,। এন.সি- ৩২৫

এক ভাইয়ের সঙ্গে আলাপ করছিলাম,।
Image result for স্প্রিংএক ভাইয়ের সঙ্গে আলাপ করছিলাম,
বলছিলাম- আজকাল মেয়েরা কেমন উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। কেমন উচ্ছৃঙ্খল পোষাক পড়ছে। এর পেছনে নিশ্চয়ই মিডিয়া দায়ী।
আমার ঐ ভাই বলেছিলো- দূর ! মিডিয়া দায়ী কিভাবে ? মিডিয়া কি পোষাক বানায় ? পোষাক বানায় তো ফ্যাশন হাউজগুলো। মিডিয়া কোন পোষাকের প্রচার করতে পারে। কিন্তু যারা এসব উচ্ছৃঙ্খল পোষাক বানাচ্ছে, তারা কারা ? কি উদ্দেশ্যে বানাচ্ছে ? তারা কাদের সাথে চলে ? কাদের স্বার্থ রক্ষা করে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলেই বের হয়ে যাবে, আজকাল মেয়েদের উচ্ছৃঙ্খল করার জন্য পেছন থেকে আসলে কারা দায়ী।
আমার ঐ ভাইয়ের সাথে আলাপের পর থেকে আমি সব সময় ফ্যাশন হাউজগুলো নিয়ে চিন্তা করি। ফ্যাশন হাউজগুলোর ডিজাইনার কে, মালিক কে এগুলো নিয়ে ঘাটাঘাটি করি।
আড়ংকে বাংলাদেশে পরিচয় করিয়ে দেয়া হয় দেশী ফ্যাশন ব্র্যান্ড হিসেবে। কিন্তু এই ফ্যাশন হাউজের পেছনে কে আছে ? তাদের কি উদ্দেশ্য ? তারা কি আদৌ আমাদের দেশী ফ্যাশনের পক্ষে নাকি সেটা আগে যাচাই করা উচিত।
আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ইহুদী তেল ব্যবসায়ী জর্জ সরোস থেকে পুরষ্কার নিচ্ছে আড়ং এর প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। অনুষ্ঠানটি জর্জ সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের। ওপেন সোসাইটি ফাউন্ডেশনে ইহুদী তেল ব্যবসায়ী জর্জ সরোস ৩২ বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের অনেক কাজ, তার মধ্যে অন্যতম হলো কাউন্টার কালচার প্রমোট করা। কাউন্টার কালচার হচ্ছে চলমান সংষ্কৃতির বিপরীত সংস্কৃতি (যেমন-সমকামীতা) চালু করা। ইহুদীরা চায় সকল কমিউনিটি ভেঙ্গে দিতে। কমিউনিটিগুলো ভেঙ্গে দিলে তাদের দখল করে নেয়া সহজ। এই ভেঙ্গে দেয়ার জন্য আগে দরকার বিভিন্ন কমিউনিটির সংস্কৃতিগুলো ভেঙ্গে দেয়া। সংষ্কৃতি ভেঙ্গে দিলে ঐ কমিউনিটির সদস্যরা আর কখন জোড়া লাগবে না।।
লক্ষণীয় ফজলে হাসান আবেদ হচ্ছে সেই ওপেন সোসাইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘সিইইউ’ পুরষ্কারপ্রাপ্ত, যে পুরষ্কারটি দেয়া হয় তাদেরকে, যারা ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মতবাদ ছড়িয়ে দিতে পেরেছে । সেই ফজলে হাসান আবেদ যখন দেশী সংস্কৃতির নাম করে আমাদেরকে আড়ং চাপিয়ে দেয়, তখন আমাদেরকে সেটা যাচাই করে নেয়া উচিত। আসলেই কি তার উদ্দেশ্য দেশী সংস্কৃতি আমাদের উপহার দেয়া, নাকি ওপেন সোসাইটির কাউন্টার কালচার আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটানো, যেন ধিরে ধিরে আমরা নিজস্ব সংষ্কৃতি হারিয়ে এতিম হয়ে যাই, তখন অন্য কোন সংস্কৃতির লোক যেন খুব সহজে আমাদের দখল করে নিতে পারে।
আমার আরো লেখা পড়তে পারেন-
১) রাশিয়ার স্পুটনিকের খবর: রোহিঙ্গা বিতাড়নের পেছনে রয়েছে জর্জ সরোসের তেল ব্যবসা : https://bit.ly/2JXQjld
২) নারীবাদীদের পেছনে ইহুদী তেল ব্যবসায়ী জর্জ সরোস : https://bit.ly/2Wo5x9u
৩) জর্জ সরোজ ও ফজলে হাসান আবেদ ও রোহিঙ্গা সমস্যা - https://bit.ly/2QJNSDt