জীবন না জীবিকা ?


tSpuauo1nsnore7fi Madyi 
জীবন না জীবিকা ?
করোনার জন্য লকডাউন/শ্যাটডাউনকে বৈধ করতে অনেকেই শ্লোগান তুলেছিলেন-“জীবন আগে, না জীবিকা আগে ?”
বেশি দূর যাবো না, গত ২৪ ঘণ্টায় সারাদেশের কিছু খরব দেখুন-
১) মুন্সিগঞ্জে করোনা-অভাবে গৃহবধূর আত্মহত্যা!
২) রংপুরে স্ত্রী-সন্তানকে হত্যা করে দিনমজুর স্বামীর আত্মহত্যা
৩) আর্থিক অনটনে পারিবারিক অশান্তি : কুড়িগ্রামে বৃদ্ধের আত্মহত্যা (https://bit.ly/3cGvJAp)
৪) ঠাকুরগাও:
লকডাউনে অনাহার-ঋণ থেকে আত্মহত্যায় মুক্তি খুঁজলেন পশির(https://bit.ly/3cH99rp)
আচ্ছা, গত ২৪ ঘন্টার মিডিয়ার এই খবরগুলো দেখে,
আপনার কি মনে হয়েছে-
এই লোকগুলোর জন্য জীবন বড় ? না জীবিকা বড় ??
ও বুঝেছি, এ বিষয়ে আপনারা কথা বলতে ইচ্ছুক না ?
কারণ এরা তো গরীব ! আর গরীবরা তো মানুষ না।
আজকে যদি কোন ধনীর দুলাল মারা যেতো, তবে তার জন্য নিশ্চয়ই ফেসবুকে সমবেদনা ঝাড়তেন, রীপ রীপ বলে ফেসবুকে স্ট্যাটাস দিতেন।
ছোটলোকরা না খেয়ে মরেছে, এটাই তো স্বাভাবিক।
এর মধ্যে সমবেদনার কি থাকতে পারে ?
সেলুট আপনার চিন্তাধারাকে!
তবে আপনাদের ধনীদের প্রতি একটা অনুরোধ করবো-
আপনাদের টাইমলাইনে- “জীবন না জীবিকা”,টাইপের স্ট্যাটাস থাকলে কষ্ট করে মুছে ফেলুন।
কারণ ধনীদের জন্য জীবন আগে, জীবিকা পরে হতে পারে।
কিন্তু দরিদ্রদের জন্য জীবন আর জীবিকা সমান জিনিস,
কোনটা, কোনটার থেকে বড় ছোট নয়।
তাই দয়া করে জীবন-জীবিকাকে তুলনা করে দরিদ্রদের সাথে নির্মম পরিহাস করবেন না।