আমি একটা কথা আগেও বলেছি, আবারও বলবো-

9 M

d
 
আমি একটা কথা আগেও বলেছি, আবারও বলবো-
আওয়ামীলীগের ক্ষমতা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আওয়ামলীগের রাজনৈতিক যোগ্যতা যতটুকু দায়ী,
তার থেকে বেশি দায়ী বিরোধীদলগুলোর রাজনৈতিক পলিসির অযোগ্যতা।
বিরোধী রাজনৈতিক দলগুলো অন্ধের মত শুধু সরকারের বিরোধীতা করাই রাজনীতি মনে করে।
সরকার যদি বলে, সবাই স্বর্গে যাও, তবে বিরোধীদলগুলো অবশ্যই বলবে- নরকে যাও।
কারণ তাদের সহজ যুক্তি-
আওয়ামী সরকার যেহেতুবলেছে স্বর্গে যেতে, তাই স্বর্গ একটি খারাপ জিনিস।
আর নরকে যেতে মানা করেছে, তাই নরক অবশ্যই একটি ভালো জিনিস।
আসলে কারো বিরোধীতা করার মানেই কিন্তু রাজনীতি নয়,
বরং অপরের থেকে ভালো পলিসি দেয়ার নামই রাজনীতি।
এটা বিরোধী দলগুলোকে আগে বুঝতে হবে।
আর বিরোধীগুলোর এ ধরনের অন্ধের মত বিরোধীতা করার সুযোগ নিচ্ছে কিন্তু বিদেশী ‘ব্লক’ শক্তিগুলো। বিদেশী ‘ব্লক’ শক্তিগুলো বিরোধীদলগুলোকে শিখিয়ে দিচ্ছে, এমনভাবে বিরোধীতা করো, যে পদ্ধতিতে বিরোধীতা করলে আমাদের মতবাদ বিস্তৃতি লাভ করে।
যেমন- করোনা ইস্যুতে সরকার যখন লডডাউন শিথিল করতে চায়, তখন বিরোধী রাজনৈতিক দলগুলো এর বিরোধীতা করছে।
আমি নিশ্চিত, ডেমোক্র্যাটিক ব্লক-ই বিরোধীদলগুলোর বিভিন্ন সদস্যের উপর ভর করে বলছে- তোমরা এমন উপায়ে বিরোধীতা করো। মানে যেহেতু লকডাউন ডেমোক্র্যাটিক ব্লকের প্রজেক্ট, তাই তারা বিরোধীদলের বিভিন্ন সদস্যদের উপর ভর করে ‘সরকারবিরোধীতার নামে’ লকডাউনের পক্ষে বলাচ্ছে। ঐ সব সদস্যদের বুঝানো হচ্ছে, এতে তোমার সরকারের বিরোধীতাও হচ্ছে, আবার আমাদের মিডিয়া দিয়ে তোমাদের প্রচারও করে দিচ্ছি। ব্যস এতেই বিরোধী দলের সদস্যরা খুশি। কিন্তু দিনশেষে এই বিরোধীতার ফসল যে ডেমোক্র্যাটিক ব্লক ‘তাদের মতবাদ প্রচারে’ ব্যবহার করছে, সেটা তাদের মাথায় আসছে না।
ছোটবেলায় ‘ভাঙ্গা কুলা’ নামক একটা বাগধারা পড়েছিলাম।
ডেমোক্র্যাটিক ব্লক নিয়ন্ত্রিত মিডিয়া এতদিন লকডাউন-সোশ্যাল ডিসটেন্সিং নামক ভুয়া পলিসিগুলো প্রচার করে পাবলিককে খাওয়াইছে। কিন্তু বিশ্বজুড়ে এই ভুয়া পলিসিগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং বিভিন্ন সরকার সেগুলো থেকে সরে আসতেছে। এ অবস্থায় মিডিয়া ‘পাগল’ হয়ে গেছে এবং একে-ওকে ধরে তার মুখ দিয়ে নিজেদের কথা বলিয়ে সেটা সত্য বলে প্রমাণ করতে চাইছে। এ অবস্থায় তাদের জন্য খুব সহজ হচ্ছে বিরোধীদলগুলোর সহজলভ্য বিরোধীতার অভ্যাসকে কাজে লাগনো। আরো সহজ ভাষায় বললে –বিরোধীদলীয় সদস্যদের ভাঙ্গা কুলা হিসেবে ব্যবহার করা। কিন্তু বাস্তবতা হচ্ছে, এতে ডেমোক্র্যাটিক ব্লকের উপকার ছাড়া বিরোধীদলগুলোর কোনই রাজনৈতিক অর্জন হবে না।