পৃথিবীর সবথেকে বেশি করোনায় আক্রান্ত অঞ্চল নিউইয়র্কের সাম্প্রাতিক জরিপে বের হয়ে এসেছে, যারা ঘরে থাকে, বাইরে না আসে, তাদেরকেই সব থেকে বেশি করোনায় ধরেছে। তাদেরকেই সবথেকে বেশি হাসপাতালে ভর্তি হতে হয়েছে। যারা বাইরে এসেছে তাদেরকেই অনেক কম করোনা ধরেছে। নিউইয়র্কের এই জরিপ ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’ শ্লোগান সম্পূর্ণ রূপে মিথ্যা প্রমাণিত করছে, বরং নতুন শ্লোগান দিচ্ছে- “ঘরে থাকুন, করোনায় ধরুন” অথবা “বাইরে বের হোন, নিরাপদ থাকুন”।
বিস্তারিত- https://cnb.cx/35DV9w1