জামালপুরকে বাল্যবিয়ে মুক্ত এলাকা ঘোষণা করলেন জেলা প্রশাসক আহমেদ কবীর। এন.সি-২০৩

জামালপুরকে বাল্যবিয়ে মুক্ত এলাকা ঘোষণা করলেন জেলা প্রশাসক 
আহমেদ কবীর

জামালপুরকে বাল্যবিয়ে মুক্ত এলাকা ঘোষণা করলেন জেলা প্রশাসক আহমেদ কবীর
Related imageখবর (২০ মার্চ ২০১৯) : জামালপুর জেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসক আহমেদ কবীর। এক সমাবেশে জেলা প্রশাসক আহমেদ কবীর এ জেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা দেন। এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আহমেদ কবীর সমাবেশে জেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করে বলেন, “এ জেলায় আর একটিও বাল্যবিয়ে হবে না। বাল্যবিয়ে প্রতিরোধে আমরা সবাই সোচ্চার ভূমিকা পালন করব।” পরে তিনি উপস্থিত সবাইকে নিয়ে ‘বাল্য বিবাহকে না উচ্চারন করে’ সবাইকে শপথ বাক্য পাঠ করান।
(তথ্যসূত্র: https://bit.ly/2Zkts6Ehttps://bit.ly/2zjSTuy)
আসুন একটা ছড়া পড়ি-
“জেলা বাল্যবিয়ে মুক্ত
ডিসির বিশ্রাম কক্ষ
খুবই মজাযুক্ত
উদ্বোধনে ফিতা কাটতে
ডিসি সাহেবই উপযুক্ত”
Image may contain: 7 people