গতকাল আগুন লেগেছে রূপনগর খালের উপর তৈরী করা বস্তিঘরে। এন.সি-২১৮

গতকাল আগুন লেগেছে রূপনগর খালের উপর তৈরী করা বস্তিঘরে। 
Related image
গতকাল আগুন লেগেছে রূপনগর খালের উপর তৈরী করা বস্তিঘরে। এই বস্তিঘর নিয়ে আলোচনা একদিন নয়্ বহুদিনের। এই খালের দরিদ্রদের উচ্ছেদ করার ব্যাপারে বহু আগে থেকেই সরকার, হাইকোর্ট ও সিআইএপন্থী মিডিয়া ও পরিবেশবাদী সংগঠনগুলো একমত। গতকাল শুধু আগুন দিয়ে সবার মনের খায়েশ পূরণ হয়েছে মাত্র।
আসুন এই রূপনগর খাল নিয়ে বিভিন্ন সংবাদগুলো দেখি-
১) দৈনিক প্রথম আলো, ১১ সেপ্টেম্বর ২০১৩
বেহাত হচ্ছে রূপনগর প্রকল্পের লেক (https://bit.ly/2HaXjZ4)
২) কালের কণ্ঠ, ১১ মে, ২০১৬
রূপনগর লেক রক্ষায় পরিবেশবাদী সংগঠন বেলা’র রিট, হাইকোর্টের রুল (https://bit.ly/2OZTAUe)
৩) দৈনিক প্রথম আলো, ২৩ অক্টোবর ২০১৭
চার নদীর সঙ্গে ২৬ খাল যুক্ত হলে ঢাকা বাঁচবে (২৬ খালের মধ্যে রূপনগর খালও আছে)
(https://bit.ly/2KJLARS)
৪) দৈনিক জনকণ্ঠ, ২১শে জানুয়ারী, ২০১৮
রূপনগর খালের পাশে অবৈধ স্থাপনা ১ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ (https://bit.ly/2Z0eyqY)
৫) দৈনিক প্রথম আলো, ০২ সেপ্টেম্বর ২০১৮
ঢাকার রূপনগর : ২২ একর লেক দখল করে বস্তিঘর (https://bit.ly/2KChrFf)
৬) দৈনিক কালেরকণ্ঠ, ১৫ মে, ২০১৯
রূপনগর খাল : দখলমুক্ত করা গেলে হতে পারে আরেক হাতিরঝিল
(https://bit.ly/33Fydec)
৭) দৈনিক ইত্তেফাক, ১৫ই মে, ২০১৯
মিরপুরের রূপনগর লেকটি হাতির ঝিলের মতো আধুনিক করার জন্য ৯৭০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এটি কি আদৌ বাস্তবায়ন হবে নাকি কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে?
(https://bit.ly/2z6I273)
খালের উপরে গড়ে তোলা বস্তিঘর উচ্ছেদ করে সেখানে হাতিরঝিলের মত প্রকল্প গড়ে উঠলে নিঃসন্দেহে সেখানকার পরিবেশ সুন্দর হবে। কিন্তু একটা কথা কিন্তু থেকেই যায়-
সৌন্দর্য্য্ আগে না মানুষ আগে ?
আপনি যদি পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেন, তবে অবশ্যই পৃথিবীর পরিবেশ সুন্দর হবে,
পরিবেশের সর্বোচ্চ স্তর প্রাণীদের জন্য অভয়রাণ্য হয়ে গড়ে উঠবে।
কিন্তু সব সুন্দর হলেও সেখানে কিন্তু মানুষ থাকবে না।
আজকে যারা পরিবেশের দোহাই দিয়ে দরিদ্রদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দিচ্ছে,
আমি সেই পরিবেশে খ্যাতা পুরি। আমি সেই পরিবেশ চাই না।
যে সৌন্দর্য্য উপভোগ করতে রাতের আধারে দরিদ্রশ্রেনীর মানুষের বাড়িতে আগুন দিতে হয়,
সেই সৌন্দর্য্যে উপভোগ্য নেই, আছে হাজারো মানুষের হাহাকার, আছে কান্না।
আগে মানুষগুলোকে পূনর্বাসন করা হতো, তারপর বাড়িঘরগুলো ভাঙ্গা হতো,
কিন্তু পরিবেশ সুন্দরের কথা বলে, দরিদ্রদের বাড়িতে আগুন দেয়া,
নিঃসন্দেহে পৃথিবীর নিকৃষ্ট কাজগুলো একটি।
আগুন লাগার পর মেয়র আতিকুর অবশ্য গৃহহীন ৫৫ হাজার লোককে বাউনিয়ার ফ্ল্যাটবাড়িতে স্থানান্তরের ঘোষণা দিয়েছে। আসলে এটাও একটা তামাশা। আগুনে পুড়ে যাওয়ার মানুষগুলোর সাথে এই ধরনের তামাশা না করলেই কি নয় ? কারণ-
-বাউনিয়ার ফ্ল্যাটবাড়ি কবে কমপ্লিট হবে ?
-সেখানে গৃহহীন লোকগুলো আবেদন করলেই ফ্ল্যাট পাবে কি না ?
- এরপর সেই দরিদ্র শ্রেণীর লোকগুলো ৩৮শ’-৪৮শ’ টাকা স্কয়ার ফিটের ফ্ল্যাটগুলো কিনতে পারবে কি না ? কারণ প্রতি ফ্ল্যাটের দাম পড়ছে ৩০ লক্ষ থেকে ৬০ লক্ষ, কোনটার দাম ১ কোটিরও বেশি। খবরে এসেছে, দরিদ্রদের জন্য বানানো সেই ফ্ল্যাটগুলো বড়লোকরাই কিনে নিচ্ছে। (https://bit.ly/2NbYDyG)
আবারও ৩টি কথা স্বরণ করিয়ে দিচ্ছি-
ক) ঢাকা হবে প্যারিস-লস অ্যাঞ্জেলস : জনৈক তথ্যমন্ত্রী
খ) ২০২৪ সালের পর দেশে কোন গরীব থাকবে না : জনৈক অর্থমন্ত্রী
গ) যে দেশের মানুষ আমার পরিবারকে হত্যা করেছে,তাদের আমি দেখে নেবো : জনৈক দেশ প্রধান
No photo description available.