এক মুসলিম ছাত্রীকে ধর্ষণ করেছে এক হিন্দু শিক্ষক।” এন.সি- ২৬২

“এক মুসলিম ছাত্রীকে ধর্ষণ করেছে এক হিন্দু শিক্ষক।”
Image result for মরুভূমি
এক মুসলিম ফেসবুকে স্ট্যাটাস দিলো-
“এক মুসলিম ছাত্রীকে ধর্ষণ করেছে এক হিন্দু শিক্ষক।”
এর প্রতুত্তরে কমেন্টে এক হিন্দু ধর্মাবলম্বী লিখলো-
“ধর্ষকের আবার ধর্ম কি ? ধর্ষক তো ধর্ষকই। অনেক সময় তো মুসলিম শিক্ষকও ধর্ষণ করে, তখন?”
আমার কাছে ঐ হিন্দু ধর্মাবলম্বীর কথাটা অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
তার সাথে একই সুরে বলতে হয়-
নির্যাতন তো নির্যাতন-ই, নির্যাতনের আবার সংখ্যালঘু-সংখ্যাগুরু কি ?
সরকারী হিসেবে যদি, ১০০ জনের ৮ জন সংখ্যালঘু হয়,
তবে দৈনিক ১০০ জন খুন হলে ৮ জন তো সংখ্যালঘু হওয়ার কথা!
কিন্তু কেউ যদি এই ৮ খুনকে পূজি করে বলে,
আজকে ৮ জন সংখ্যালঘু খুন হয়েছে, মাসে খুন হয়েছে- ২৪০ জন, ১ বছরে খুন হয়েছে- ২৯৮০ জন
পরের দিন কিছু কিছু পত্রিকায় রিপোর্ট হয়ে গেলো এ বছরে ৩ হাজার সংখ্যালঘু খুন, তারপর দিন বিবিসি বাংলা, তারপর দিন যুগশঙ্খ !
মাঝে মাঝে খবর দেখি-
“বিমানবন্দরে এ বছর এত হাজার শ্রমিক/প্রবাসীর লাশ এসেছে।”
শুনতে ভয় লাগার কথা। কিন্তু যখন চিন্তা করবেন, দেশের বাইরে প্রায় ১ কোটি বাংলাদেশী আছে।
১৬ কোটিতে কত মানুষ প্রতিদিন মারা যায় ?
তাহলে ১ কোটিতে কতজন প্রতিদিন মারা যাওয়ার কথা ??
তাহলে প্রতি বছর কতজন মারা যাবে ?
এভাবে হিসেব করলে দেখবেন হিসেব সোজা মিলে গেছে।
একইভাবে যদি আপনি আহত হওয়ার হিসেব করেন,
বাড়িঘর পোড়ার হিসেব করেন,
ভূমিদস্যু কর্তৃক জমি দখলের হিসেব করেন,
শত্রুতা বশতঃ বাড়িঘরে আগুন দেয়ার হিসেব করেন,
রহস্যজনক কারণে হারিয়ে যাওয়া বা গুম হিসেব করেন,
তবে দেখবেন প্রতিদিন প্রচুর মানুষ নির্যাতিত নিপীড়িত হচ্ছে।
এর মধ্যে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোন বাচ বিচার নেই।
সকল ধর্মের লোকই নির্যাতিত বা নিপীড়িত হচ্ছে।
কিন্তু আপনি যদি শুধু সংখ্যালঘুদের নিপীড়নের হিসেবগুলো কাউন্ট করে,
সেগুলো নিয়ে আলাদা গবেষণা (!) পত্র বের করে বলেন,
“দেখছেন, কত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে”,
তবে কিন্তু সাধারণ মানুষকে ভরকে দেয়া সম্ভব,
এ ধরনের তথ্য উপস্থাপনকে তথ্য সন্ত্রাসের সাথে তুলনা করা যায়।
বর্তমানে যারা এত জন সংখ্যালঘু হত্যা, গুম, ধর্ষণ, বাড়িঘরহীন হয়েছে বলে মাঝে মাঝে তথ্য উপস্থাপন করে,
তাদের একই সাথে প্রকাশ করা উচিত একই সময়ে কতজন সংখ্যাগুরু হত্যা, গুম, ধর্ষণ, বাড়িঘরহীন হয়েছে। এরপর সংখ্যাগুরু, আর সংখ্যালঘু জনসংখ্যা অনুপাতে তুলনা করলে বোঝা যাবে, আসলেই বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের অধিক শিকার হচ্ছে, নাকি কম শিকার হচ্ছে।
কিন্তু শুধু একপেশে খবর পেশ করা কখনই গ্রহণযোগ্য হবে না।