আব্দুস সবুর মণ্ডল নামক এক অতিরিক্ত সচিব ফেরীকে দেরী করতে বলায় নাকি তিতাষ ঘোষ নামক রোড এক্সিডেন্টে আহত কিশোর মারা গেছে। এন.সি-২৫১

আব্দুস সবুর মণ্ডল নামক এক অতিরিক্ত
 সচিব ফেরীকে দেরী করতে বলায় নাকি তিতাষ ঘোষ নামক রোড এক্সিডেন্টে আহত কিশোর মারা গেছে।

Related image
আব্দুস সবুর মণ্ডল নামক এক অতিরিক্ত সচিব ফেরীকে দেরী করতে বলায় নাকি তিতাষ ঘোষ নামক রোড এক্সিডেন্টে আহত কিশোর মারা গেছে।
ব্যক্তিগতভাবে একটি ঘটনাকে কেন্দ্র করে ভালোমন্দ বিচার করার পক্ষপাতি আমি নই। বিশেষ করে বর্তমানে ‘গুজব ছড়ানোর মিডিয়া’ হঠাৎ করে কাউকে ভালো বানায়, আবার হঠাৎ করে কাউকে খারাপ বানায়, সেখানে তাদের ব্যক্তিগত উদ্দেশ্য থাকে। এক্ষেত্রে গুজব রটিয়ে গণপিটুনির মত সাধারণ পাবলিককে তারা তাদের শত্রুর বিরুদ্ধে লেলিয়ে দেয়। তাই মিডিয়ার কথা শুনে নাচার আগে পুরো বিষয়টি যাচাই করা জরুরী।
আমি আব্দুস সবুর মণ্ডল নামে কর্মকর্তার নামে ফেসবুকে খুজে যেটা বুঝলাম, এই লোক এক সময় চাদঁপুরের ডিসি ছিলেন। আপনাদের মধ্যে কেউ যদি তাকে ব্যক্তিগতভাবে চিনেন, তবে একটু কমেন্টে জানাবেন, আব্দুস সবুর মণ্ডল নামের প্রশাসনের ঐ কর্মকর্তা কেমন লোক ?
ছবি: ফেসবুকে তার সম্পর্কে ২০১৭ সালে একজনের স্ট্যাটাস।