“দিনশেষে….এটা একটা ক্রিকেট ম্যাচ, দুনিয়ার সব কিছুই এটা না” : সাকিব আল হাসান
আফগানিস্তানের সাথে টেস্টের চতুর্থ দিন শেষে সাংবাদিকদের এমন কথা বলেছিলো সাকিব আল হাসান। সাকিব আল হাসান সম্ভবত বাংলাদেশের ক্রিকেট খেলে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা প্লেয়ার। দেশ বিদেশে তার রেকর্ডও কম নয়। তাই এই রেডর্ক মুখস্ত করে অনেক তরুণ গর্ব বোধ করে, অনেক তরুণ প্লেয়ারের স্বপ্ন সাকিব আল হাসান হওয়ার। কিন্তু সেই সাকিব আল হাসান এক পর্যায়ে মুখ দিয়ে বলেই ফেললো- “ক্রিকেট খেলা দুনিয়ার সব কিছু নয়”। (https://bit.ly/2kswTd8)
আমার মনে আছে, আমি অনেক সময় ফেসবুকে পোস্ট দিয়ে এ কথাটাই বুঝাতে চাইতাম। কিন্তু সে সময় অনেক সাকিবভক্ত এসে আমাকে নানান ভাষায় কথা বলতো। আমি সেই সব সাকিব ভক্তকে বুঝাতে চাইতাম, তোমরা খেলা নামক ফাউ বিষয়ে যে সময়টুকু দিচ্ছো, মন-মগজ দিচ্ছো সেটার বিন্দুমাত্র যদি বাস্তবমুখী কাজগুলোতে দিতে, তবে জাতির আজকে এ অবস্থা হতো না। আমার আজকে ভালো লাগছে, সাকিব তার সেই অন্ধভক্তদের মুখে ছাই মেরে দিয়েছে- “খেলা মানে খেলাই, দুনিয়ার সব কিছু নয়”, এই সত্য কথাটা বলে।
এর আগে কিছু পাগল বের হইছিলো, যারা ক্রিকেটারদের মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করা শুরু করেছিলো। তখন মাশরাফি বলেছিলো, আমরা মুক্তিযোদ্ধা নই, আমরা হলাম এন্টারটেইনার, মানুষকে আনন্দ দেই। আমাদের সাথে মুক্তিযোদ্ধাদের তুলনা করা ঠিক নয়। (https://bit.ly/2ma8QQA)
আমি আমার ব্যক্তিগত জীবনে একটা সময় অনেক বন্ধু বান্ধব আত্মীয় দেখেছি, যারা ঘণ্টার পর ঘন্টা খেলা নিয়ে আলোচনা, অ্যানালাইসিস করতে থাকে। কিন্তু এই শিক্ষিত লোকগুলোর সামন্যে যদি দেশ, জাতির প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা উঠাই, সাথে সাথে রিয়্যাক্ট করতো- বলতো, “দূর এসব রাখতো, এগুলো ভালো লাগে না।”
তবে আশার কথা এই যে- এই খেলো কমিউনিটির সংখ্যাটা দিনে দিনে কমেতেছে। অনেক ক্ষেত্রে আমি তাদের সংখ্যালঘু হতে দেখছি। এখন স্যোশাল মিডিয়ার কল্যাণে মানুষ অনেক কিছু বুঝতে শিখেছে এবং বাস্তব ভিত্তিক আলোচনা করতে শিখেছে। খেলা দেখা বন্ধ করে দিয়েছে, এমন লোকের সংখ্যাও কম নয়। বাকি খেলা পাগলগুলোও খেলো বিষয় রেখে বাস্তবতায় ফিরে আসবে এবং দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ বিয়ষগুলো নিয়ে আলোচনা করবে, অ্যানালাইসিস করবে, দেশ ও জাতির জন্য বাস্তব ভিত্তিক কথা বলবে, এটাই আমার কাম্য।