চিহ্নিত যে লোকটাকে দেখতে পাচ্ছেন তার নাম রাজীব ভট্টাচার্য।
সে একজন ভারতীয় নাগরিক। রাইড শেয়ারিং কোম্পানি সহজ লিমিটেডে চাকুরীরত আছে।
এই রাজীব ভট্টাচার্যকে নিয়ে গত ফেব্রুয়ারী মাসে বাংলাদেশের হাইকোর্টে একটি রিট হয়।
সেই রিট আবেদনের প্রেক্ষিতে ভারতীয় নাগরিক রাজিব ভট্টাচার্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রশ্নে রুল জারি করেছিলো হাইকোর্ট।
রাজীব ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ, সে ওয়ার্কপারমিট ও যথাযথ ভিসা ছাড়াই বাংলাদেশে সহজ লিমিটেডে চাকুরী করছে। শুধু তাই নয়, মোটা অংকের বেতন পেলেও সে কখন কর দেয়নি। (https://bit.ly/2jYy83t)
সে একজন ভারতীয় নাগরিক। রাইড শেয়ারিং কোম্পানি সহজ লিমিটেডে চাকুরীরত আছে।
এই রাজীব ভট্টাচার্যকে নিয়ে গত ফেব্রুয়ারী মাসে বাংলাদেশের হাইকোর্টে একটি রিট হয়।
সেই রিট আবেদনের প্রেক্ষিতে ভারতীয় নাগরিক রাজিব ভট্টাচার্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রশ্নে রুল জারি করেছিলো হাইকোর্ট।
রাজীব ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ, সে ওয়ার্কপারমিট ও যথাযথ ভিসা ছাড়াই বাংলাদেশে সহজ লিমিটেডে চাকুরী করছে। শুধু তাই নয়, মোটা অংকের বেতন পেলেও সে কখন কর দেয়নি। (https://bit.ly/2jYy83t)
কথা হলো- বাংলাদেশে রাজীব ভট্টাচার্যের মত ভারতীয় নাগরিক কম নয়। তারা বাংলাদেশের চাকুরীর নামে মোটা টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের আয়কর ব্যবস্থাকে তোয়াক্কাই করছে না। এদের সংখ্যা সংখ্যা কারো কারো মতে ১০ লক্ষের উপরে। উল্লেখ্য বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা সরকারি হিসেবে সাড়ে ১০ লক্ষের কাছাকাছি (যদিও প্রকৃত হিসেব আরো অনেক বেশি)। বাংলাদেশের চাকুরী সেক্টরে যদি এই সব ভারতীয় কাজ না করতো, তবে বাংলাদেশের শিক্ষিত বেকারদের বেকারত্ব অধিকাংশ মেটানো সম্ভব ছিলো।
সম্প্রতি ভারত আসামের ১৯ লক্ষ নাগরিককে বাংলাদেশী আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠানোর পায়তারা করছে, যদিও বিষয়টি পুরোপুরি মিথ্যা। কিন্তু তাদের দেশের ১০ লক্ষ নাগরিক যে বাংলাদেশের জব সেক্টর দখল করে রেখেছে এটা তো সত্য। যে ভারত নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে চাপে রাখতে চায়, সে দেশের ১০ লক্ষ নাগরিককে চাকুরীচ্যূত করে কেন আমরা ভারতকে চাপে রাখবো না ?
আমি জানি, অনেকেই বলবে- “ভাই, সরকার ভারতের বিরোধীতা করবে না ? তাই এগুলো করে লাভ নাই।”
আসলে আমি সরকারকে কখন দোষারোপ করি না। আমার মতে সব দোষ জনগণের। জনগণ যেমন সরকারও তেমন।
জনগণকে আগে এই সব ভারতীয় বিরুদ্ধে আন্দোলন তৈরী করতে হবে, তারপর দেখুক সরকার তাদের বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা নেয় ?
আসলে আমি সরকারকে কখন দোষারোপ করি না। আমার মতে সব দোষ জনগণের। জনগণ যেমন সরকারও তেমন।
জনগণকে আগে এই সব ভারতীয় বিরুদ্ধে আন্দোলন তৈরী করতে হবে, তারপর দেখুক সরকার তাদের বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা নেয় ?
এখন সবাই ফেসবুকে সংযুক্ত। কার অফিসে কত ভারতীয় আছে, তার লিস্ট করুক, পদ কি, কত বেতন পায় তার লিস্ট করে এক যায়গায় করুক।
তারপর সেই লিস্ট দাবী উঠাক- এই ভারতীয়দের অবিলম্বের চাকুরীচ্যূত করতে হবে এবং সে স্থানে বাংলাদেশীদের চাকুরী দিতে হবে।
বাংলাদেশে যে কোম্পানি ব্যবসা করতে যাবে (দেশী হোক আর বিদেশী হোক) তাকে অবশ্যই বাংলাদেশী কর্মকর্তা-কর্মচারি নিয়োগ দিতে হবে,
বিদেশী নিয়োগ দিতে পারবে না। প্রয়োজনে দেশী লোকদের প্রয়োজনীয় ট্রেনিং এর ব্যবস্থা করে সেই স্থান পূরণ করতে হবে।
কিন্তু তারপরও ভারতীয় নিয়োগ দিতে পারবে না। দিলে ঐ কোম্পানি জনগণ গিয়ে বন্ধ করে দিয়ে আসবে। প্রয়োজনে সবাই তাদের বয়কট করবে।
তারপর সেই লিস্ট দাবী উঠাক- এই ভারতীয়দের অবিলম্বের চাকুরীচ্যূত করতে হবে এবং সে স্থানে বাংলাদেশীদের চাকুরী দিতে হবে।
বাংলাদেশে যে কোম্পানি ব্যবসা করতে যাবে (দেশী হোক আর বিদেশী হোক) তাকে অবশ্যই বাংলাদেশী কর্মকর্তা-কর্মচারি নিয়োগ দিতে হবে,
বিদেশী নিয়োগ দিতে পারবে না। প্রয়োজনে দেশী লোকদের প্রয়োজনীয় ট্রেনিং এর ব্যবস্থা করে সেই স্থান পূরণ করতে হবে।
কিন্তু তারপরও ভারতীয় নিয়োগ দিতে পারবে না। দিলে ঐ কোম্পানি জনগণ গিয়ে বন্ধ করে দিয়ে আসবে। প্রয়োজনে সবাই তাদের বয়কট করবে।
ভারত আমাদের বিরুদ্ধ নানান ষড়যন্ত্র করেছে এবং করতেই থাকবে।
বাংলাদেশের জব সেক্টর থেকে ভারতীয়দের ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দেয়ার মত আর শক্তিশালী জবাব আর হতে পারে না।
এই আন্দোলনের নাম হতে পারে- “ভারতীয় খেদাও, বেকার বাচাও”।
পত্রিকা খুলে দেখবেন, বাংলাদেশে অনেক বেকার যুবক বেকারত্বের অভিশাপের কারণে আত্মতহ্যা করছে, এই আন্দোলন হবে তাদের বাচানোর প্রয়োজনে।
(খবর: বাংলাদেশে বেকারদের আত্মহত্যা উদ্বেগজনক-https://bit.ly/2lyacEg, https://bit.ly/2ke35Ro)
বাংলাদেশের জব সেক্টর থেকে ভারতীয়দের ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দেয়ার মত আর শক্তিশালী জবাব আর হতে পারে না।
এই আন্দোলনের নাম হতে পারে- “ভারতীয় খেদাও, বেকার বাচাও”।
পত্রিকা খুলে দেখবেন, বাংলাদেশে অনেক বেকার যুবক বেকারত্বের অভিশাপের কারণে আত্মতহ্যা করছে, এই আন্দোলন হবে তাদের বাচানোর প্রয়োজনে।
(খবর: বাংলাদেশে বেকারদের আত্মহত্যা উদ্বেগজনক-https://bit.ly/2lyacEg, https://bit.ly/2ke35Ro)
[আপনার অফিসে/কর্মক্ষেত্রে কোন ভারতীয় নাগরিক থাকলে তার নাম, অফিসের নাম, পদ, বেতন কমেন্ট করুন, এখান থেকেই আন্দোলনের সূচনা হোক]