৭ ঘণ্টা আগে ফেসবুক একটা মেসেজ পাঠাইছে। এন.সি ১৬৫

৭ ঘণ্টা আগে ফেসবুক একটা মেসেজ পাঠাইছে।
Related image
৭ ঘণ্টা আগে ফেসবুক একটা মেসেজ পাঠাইছে। বলতেছে, আমি নাকি তাদের পলিসি মানি না, তাই আমার লেখা সে ৭ দিনের জন্য তার গ্রাহকদের টাইমলাইনে পাঠাবে না। ৭ দিন পর সে তা খুলে দিবে। ফলে আমার পেইজ আপাতত ৭ দিনের জন্য স্থবির হয়ে গেলো।
আমি চিন্তা করে দেখলাম- আমার লেখা পাঠকের কাছে পৌছাচ্ছে কি পৌছাচ্ছে না,
আমি যদি এই চিন্তা করি, তবে আমার লেখা ক্ষতিগ্রস্ত হবে।
কারণ আমি গবেষণা নির্ভর লেখার চেষ্টা করি। প্রতিটা পোস্ট লেখার আগে আমাকে অনেক চিন্তা করতে হয়। আমি যদি গবেষণা ও তথ্যপূর্ণ লেখার কথা চিন্তা না করে পোস্ট ছড়ানোর কথা চিন্তা করি, তাহলে আমার দ্বারা লেখাই হবে না।
এখন আমি আমার পাঠক শ্রেণীর প্রতি আহবান করবো-
আপনারা যদি চান, আমার তথ্য ও গবেষণা নির্ভর লেখা চলুক,
তবে আমাকে লেখার দায়িত্ব দিন, কিন্তু ছড়ানোর দায়িত্বটা আপনারা নিন।
অন্তত এই ৭ দিনের জন্য।
এই সময় আমি লিখে যাবো, কিন্তু আপনারা আমার লেখাগুলো ছড়িয়ে দিবেন।
এই সময় আমার লেখাগুলো যে পরিমাণ ছড়াতো, লাইক পেতো বা শেয়ার হতো,
সেটা আপনারাই করে দিবেন।
আরেকটা উপায় আছে, সেটা হলো ৭ দিনের জন্য লেখা বন্ধ রাখা।
কিন্তু সেখানে দুটি ক্ষতি আছে।
১) ৭ দিনে অনেক গুরুত্বপূর্ণ টপিকস হারিয়ে যাবে।
২) তথ্যপূর্ণ লেখা ও গবেষণা একটি ডায়নামিক সিস্টেম এবং উচ্চতর ও অমানুষিক মানসিক প্রেসারযুক্ত কাজ। প্রতিনিয়ত এর জন্য কাজ করতে হয়। আমি আমার ব্যক্তিগত কাজের মধ্যেও চেষ্টা করি বিষয়টি চালানোর জন্য। এবং এর জন্য আমাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়। কিন্তু আমি যদি ৭ দিন লেখা বন্ধ রাখি, তবে আমি অনেক পিছিয়ে যাবো, এবং স্ট্যাটাসের ধারবাহিকতা নষ্ট হয়ে যাবে। এই ৭ দিনের ক্ষতির কারণে কমপক্ষে ১ মাস লেখায় ক্ষতি হবে বা ত্রুটিপূর্ণ লেখা বের হবে, যা সবার জন্য ক্ষতিকর।
এখন পাঠকদেরকেই চিন্তা করতে হবে, আমি কি করবো।
কথাগুলো পাঠকদের প্রতি এতদিনের অধিকারবোধ থেকেই বললাম,
ভুল হলে ক্ষমা করবেন।