অনেকে বলছে, রোহিঙ্গাদের সমাবেশ নাকি বাংলাদেশের জন্য হুমকি।
রোহিঙ্গাদের সমাবেশের এই পূথিপাঠ শুনে কিন্তু রোহিঙ্গাদের এই সমাবেশকে আমার বাংলাদেশের জন্য মোটেও হুমকি মনে হয়নি।
বরং হুমকিটা মনে হয়েছে বার্মা সরকার ও মগদের জন্য।
রোহিঙ্গারা যে কথাটা বার বার বলছে- “বার্মা সরকারের গণহত্যার আমরা দুনিয়াতে বিচার চাই।”
রোহিঙ্গাদের সমাবেশের এই পূথিপাঠ শুনে কিন্তু রোহিঙ্গাদের এই সমাবেশকে আমার বাংলাদেশের জন্য মোটেও হুমকি মনে হয়নি।
বরং হুমকিটা মনে হয়েছে বার্মা সরকার ও মগদের জন্য।
রোহিঙ্গারা যে কথাটা বার বার বলছে- “বার্মা সরকারের গণহত্যার আমরা দুনিয়াতে বিচার চাই।”
পৃথিবীতে ২ শ্রেণীর অত্যাচারিত আছে-
একদল অত্যাচারীর - পরকালে এর বিচার চায়।
আরেক দল অত্যাচারীর– ইহজগত/দুনিয়াতে বিচার চায়।
যারা দুনিয়াতে বিচার চায়, তারা অবশ্যই অত্যাচারীদের জন্য ভয়ের কারণ।
কারণ একদিন না একদিন তাদের অত্যাচারের বিচার দুনিয়াতে হবে, সেটাই তাদের ভয়।
একদল অত্যাচারীর - পরকালে এর বিচার চায়।
আরেক দল অত্যাচারীর– ইহজগত/দুনিয়াতে বিচার চায়।
যারা দুনিয়াতে বিচার চায়, তারা অবশ্যই অত্যাচারীদের জন্য ভয়ের কারণ।
কারণ একদিন না একদিন তাদের অত্যাচারের বিচার দুনিয়াতে হবে, সেটাই তাদের ভয়।
আর তাছাড়া এই ৪-৫ লক্ষ লোকের এই চাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
এই যে সমস্বরে চাওয়া এর একটা বিরাট শক্তি আছে।
আপনি হয়ত বুঝতেছেন না, কিন্তু যেই অত্যাচারীদের বিরুদ্ধে এই কণ্ঠগুলো বার বার বলছে-
“গণহত্যার আমরা দুনিয়াতে বিচার চাই” – সেই সব অত্যাচারীর অবশ্যই মন থেকে ভয় লাগার কথা, তাদের জন্য হুমকি হওয়ার কথা।
কিন্তু অতি সুকৌশলে মিডিয়ার মাধ্যমে সেই হুমকিটাই বাংলাদেশের জন্য হুমকি বলে চালিয়ে দেয়া হচ্ছে।
এই যে সমস্বরে চাওয়া এর একটা বিরাট শক্তি আছে।
আপনি হয়ত বুঝতেছেন না, কিন্তু যেই অত্যাচারীদের বিরুদ্ধে এই কণ্ঠগুলো বার বার বলছে-
“গণহত্যার আমরা দুনিয়াতে বিচার চাই” – সেই সব অত্যাচারীর অবশ্যই মন থেকে ভয় লাগার কথা, তাদের জন্য হুমকি হওয়ার কথা।
কিন্তু অতি সুকৌশলে মিডিয়ার মাধ্যমে সেই হুমকিটাই বাংলাদেশের জন্য হুমকি বলে চালিয়ে দেয়া হচ্ছে।
আসুন, ২৫শে আগস্ট, ২০১৯ সমাবেশে ৪-৫ লক্ষ রোহিঙ্গার কণ্ঠে পাঠ করা সেই পুথিটা শুনি এবং বঙ্গানুবাদটা পড়ি।
আমি আমার সামর্থ্য অনুসারে রোহিঙ্গা ভাষা অনুবাদ করার চেষ্টা করেছি।
কিছু লাইন মিসিং/একটু ভিন্ন অনুবাদ হতে পারে, কেউ লাইনগুলো ধরে কারেকশন করে দিলে করলে খুশি হবো।
তবে বাংলাদেশের জন্য যারা দীর্ঘমেয়াদে চিন্তা করেন, তাদের জন্য সামনে আরেকটি পোস্ট লিখবো,
কারণ এখানে চিন্তা করার আরো সুযোগ আছে।
আমি আমার সামর্থ্য অনুসারে রোহিঙ্গা ভাষা অনুবাদ করার চেষ্টা করেছি।
কিছু লাইন মিসিং/একটু ভিন্ন অনুবাদ হতে পারে, কেউ লাইনগুলো ধরে কারেকশন করে দিলে করলে খুশি হবো।
তবে বাংলাদেশের জন্য যারা দীর্ঘমেয়াদে চিন্তা করেন, তাদের জন্য সামনে আরেকটি পোস্ট লিখবো,
কারণ এখানে চিন্তা করার আরো সুযোগ আছে।
---------------------------------------
রোহিঙ্গাদের গণহত্যা করছে বার্মা সরকারে,
রোহিঙ্গাদের দু:খের কথা বুঝাবো কারে,
রোহিঙ্গাদের বাড়িঘর জ্বলে পুড়ে ছাই,
এখন কি করবো ভাই,
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
রোহিঙ্গাদের দু:খের কথা বুঝাবো কারে,
রোহিঙ্গাদের বাড়িঘর জ্বলে পুড়ে ছাই,
এখন কি করবো ভাই,
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
নিজের খুশিতে চলে যাবো মোরা
মন থেকে বলছি,
আমাদের সব কিছু কেড়ে নিয়েছে
বার্মার মগরা।
শান্তির পথ দিয়ে আমরা দেশে যাইতে চাই।
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই।
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই।
মন থেকে বলছি,
আমাদের সব কিছু কেড়ে নিয়েছে
বার্মার মগরা।
শান্তির পথ দিয়ে আমরা দেশে যাইতে চাই।
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই।
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই।
রোহিঙ্গাদের গণহত্যা করছে বার্মা সরকারে,
রোহিঙ্গাদের দু:খের কথা বুঝাবো কারে,
রোহিঙ্গাদের বাড়িঘর জ্বলে পুড়ে ছাই,
এখন কি করবো ভাই,
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
রোহিঙ্গাদের দু:খের কথা বুঝাবো কারে,
রোহিঙ্গাদের বাড়িঘর জ্বলে পুড়ে ছাই,
এখন কি করবো ভাই,
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
আমার দেশের জন্য আমাদের আছে রে দরদ
কিন্তু আমাদের পৌছে দিতে হবে আমাদের ঘরে
আমরা যার যার ঘরে ফিরতে চাই
বার্মার ক্যাম্পে আমরা যাইতে চাই না
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
কিন্তু আমাদের পৌছে দিতে হবে আমাদের ঘরে
আমরা যার যার ঘরে ফিরতে চাই
বার্মার ক্যাম্পে আমরা যাইতে চাই না
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
রোহিঙ্গাদের গণহত্যা করছে বার্মা সরকারে,
রোহিঙ্গাদের দু:খের কথা বুঝাবো কারে,
রোহিঙ্গাদের বাড়িঘর জ্বলে পুড়ে ছাই,
এখন কি করবো ভাই,
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
রোহিঙ্গাদের দু:খের কথা বুঝাবো কারে,
রোহিঙ্গাদের বাড়িঘর জ্বলে পুড়ে ছাই,
এখন কি করবো ভাই,
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
রোহিঙ্গাদের থেকে যা যা কেড়ে নেয়া হয়েছে
সব ফেরত দিতে হবে।
আমাদের দাবীগুলো পূরণ করতে হবে।
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
সব ফেরত দিতে হবে।
আমাদের দাবীগুলো পূরণ করতে হবে।
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
রোহিঙ্গাদের জুলুম করছে বার্মা সরকারে,
রোহিঙ্গাদের দু:খের কথা বুঝাবো কারে,
রোহিঙ্গাদের বাড়িঘর জ্বলে পুড়ে ছাই,
এখন কি করবো ভাই,
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
রোহিঙ্গাদের দু:খের কথা বুঝাবো কারে,
রোহিঙ্গাদের বাড়িঘর জ্বলে পুড়ে ছাই,
এখন কি করবো ভাই,
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
বার্মার আইন এখনও আছে
আমাদের আমাদের ঘরে পৌছাতে হবে।
তাদের মেশিনের (বন্দুকের) আগে আমরা যাইতে চাই না।
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
আমাদের আমাদের ঘরে পৌছাতে হবে।
তাদের মেশিনের (বন্দুকের) আগে আমরা যাইতে চাই না।
গণহত্যার বিচার আমরা দুনিয়াতে চাই
বার্মা সরকার রোহিঙ্গাদের করছে গণহত্যা
কেড়ে নিয়েছে রোহিঙ্গা জাতির শক্তি/রথ
এখন কিছু দেয়ার কথা বলে আবার আমাদের হত্যা করবে
এভাবে আমরা যেতে চাই না,
আমরা বার্মা সরকারের সাথে আগে কথা বলতে চাই।
কেড়ে নিয়েছে রোহিঙ্গা জাতির শক্তি/রথ
এখন কিছু দেয়ার কথা বলে আবার আমাদের হত্যা করবে
এভাবে আমরা যেতে চাই না,
আমরা বার্মা সরকারের সাথে আগে কথা বলতে চাই।
(বি: দ্র: কিছু লাইন মিসিং/একটু ভিন্ন অনুবাদ হতে পারে, কেউ লাইনগুলো ধরে কারেকশন করে দিলে করলে খুশি হবো।)