খবর ও মন্তব্য:
১) খবর- অনুমতি ছাড়া ফেনী নদী থেকে ভারতের পানি উত্তোলন
(https://bit.ly/2lYApMF)
(https://bit.ly/2lYApMF)
মন্তব্য: এখন শুধু পানি উত্তোলন করে টেস্ট করে দেখতেছে পাবলিক কি বলে। সামনে আরো অনেক কিছু করবে। ফেনী নদী নিয়ে বাংলাদেশ কিছু না ভাবলেও এই ফেনী নদী ভারতের জন্য অনেক কিছু। ম্যাপের মধ্যে ভালো করে দেখেন, বাংলাদেশের মূলভূখণ্ডনের সাথে পার্বত্য চট্টগ্রাম যুক্ত হয়েছে এই ফেনী নদীর মাধ্যমে। ফেনী নদী থেকে যদি কেটে ফেলা যায়, তবে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে ভারতের ত্রিপুরার সাথে যুক্ত হয়ে যায়। তবে ভারতের আপাতত প্ল্যান হতে পারে, উড়িচর দ্বীপে একটি বন্দর করে ফেনী নদীকে ব্যবহার করে ল্যান্ডলক পূর্ব ভারতের সাথে বঙ্গপোসাগরের একটা সংযোগ করা।
২) খবর- বিদেশী কোম্পানিগুলো বাংলাদেশী গ্যাস উত্তোলন করে বিদেশে রফতানিও করতে পারবে- আইন পাশ।(https://bbc.in/2lvmkGk)
মন্তব্য: শেখ হাসিনা বলেছিলেন, খালেদা জিয়া গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ এ ক্ষমতায় এসেছিলেন। তাহলে কি এই নতুন আইন আওয়ামী সরকারের ২০১৮ সালের ক্ষমতায় আসার মুচলেকা নাকি ২০২৩ সালের মুচলেকা ?
৩) খবর- মেঘনা ঘাটে গ্যাস বিদ্যুৎকেন্দ্র করবে ভারতের রিল্যায়েন্স (https://youtu.be/eoKHDAFNWJo)
মন্তব্য : কোন দরকার নাই, অযথা বিদেশী টাকায় এটা বানায় বাংলাদেশকে ঋণের বোঝা চাপাইতেছে। সরকারের হিসেব মতেই এখন পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন আছে, কিন্তু ডিস্ট্রিবিউশনে সমস্যা । ভবিষ্যতের জন্য তো বাংলাদেশে অনেকগুলো বড় বড় বিদ্যুৎকেন্দ্র বানানো হইতেছে, এতগুলো থাকতে আবার নতুন করে এই ভারতীয় কোম্পানিকে নিয়ে আসার মানে কি ? জনগণের থেকে ছিনতাই করে নেয়া ট্যাক্স/ভ্যাটের টাকাগুলো এভাবে অপচয় না করলেই কি নয় ? আর তাছাড়া যখন প্রয়োজন হবে বাংলাদেশ নিজেই তো গ্যাস বিদ্যুৎকেন্দ্র বানাইতে পারে, গ্যাসবিদ্যুতে তো আহামারি কোন প্রযুক্তি বা সিস্টেম নাই, বাংলাদেশে এর আগেও তো কয়েকটা গ্যাস বিদ্যুৎকেন্দ্র আছে। শুধু শুধু এসব কর্পোরেটোক্রেসি পলিসির বাস্তবায়ন করে বাংলাদেশের জনগণকে পথে বসানোর ফন্দি।
৪) খবর- প্রাথমিক বিদ্যালয়ে পূজায় ছুটি বৃদ্ধি, বন্ধ থাকবে ১৫ দিন। (https://bit.ly/2lABkmo)
মন্তব্য: হিন্দুদের পূজার ছুটি লাগবে, সারা বছর ছুটি নিক সমস্যা নাই। কিন্তু কয়েকটি হিন্দু শিক্ষক ও ছাত্র-ছাত্রীর জন্য প্রায় ৯৫% মুসলিম ছাত্র-ছাত্রীদের ১৫ দিন বসিয়ে রাখা কখন গ্রহণযোগ্য হতে পারে না। এতে শিক্ষার্থীদের পড়ালেখা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। হিন্দুদের পূজার ছুটি শুধুমাত্র হিন্দু শিক্ষক ও হিন্দু শিক্ষার্থীদের জন্য করা হোক, মুসলমানদের সেই ছুটিতে দরকার নাই।
৫) খবর- স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশ : রপ্তানিখাতে বছরে ৭ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে
(https://bit.ly/2kl1R6O)
(https://bit.ly/2kl1R6O)
মন্তব্য: লও ঠেলা। এতদিন উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে কত বিজ্ঞাপন করলো, এখন বলতেছে এটা হলে রফতানি পন্যের ট্যারিফ (শুল্ক) বেড়ে যাবে, ঋণের সুদের হারও বেড়ে যাবে। তাহলে নির্বাচনি প্রচারণা ছাড়া আর লাভটা হলো কি ?
৬) খবর- রাষ্ট্রায়ত্ত সংস্থার ‘অলস অর্থ’ সরকার উন্নয়ন কাজে ব্যবহার করতে পারবে। (https://bit.ly/2kqyVu7)
মন্তব্য: শিরোনামে ভুল আছে। হবে- “রাষ্ট্রয়ত্ত সংস্থার ২ লক্ষ কোটি টাকা পূজি, বালিশ কেনায় ফারদাফাই করা হবে”। আরো সোজা ভাষায় বলতে- ব্যাংকের পর এবার পথে বসানো হবে রাষ্ট্রয়াত্ব লাভজনক সংস্থাগুলোকে। মনে রাখবেন- কোথায় কোথায় টাকা লুকায় রাখছেন, সব তিনি খুঁজে বের করবেন।
৭) খবর- বাংলাদেশ নিয়ে মার্কিন গবেষকের শঙ্কা: নিয়মিত আঘাত হানবে ভয়ানক ঝড়-জলোচ্ছ্বাস (https://bit.ly/2lD12q3)
মন্তব্য: পুরো ভুল তত্ত্ব। বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ভয় দেখিয়ে টেকসই উন্নয়নের অনেকগুলো পলিসি বাস্তবায়ন করার ধান্ধা। এই সব পলিসিতে দেশকে আরো ক্ষতিগ্রস্ত করবে সম্রাজ্যবাদীরা, তাই সাবধান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এমন সময় ভয় দেখাচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের উপকূলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সুপার হারিকেন ডোরিয়ান। আরো উল্লেখ্য, গত বছর আমেরিয়ায় ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের আঘাতে ২২ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়, এছাড়া হ্যারিকেন মাইকেলে ক্ষতি হয় ২৫ বিলিয়ন ডলার এবং ক্যালফোর্নিয়ার দাবানলে ক্ষতি হয় প্রায় ১৩ বিলিয়ন ডলার। যে আমেরিকা নিজেই প্রাকৃতিক দুর্যোগে প্রতিনিয়ত বিপর্যস্ত, সে কিনা আসছে বাংলাদেশ ভয় দেখায় নতুন ধান্ধা খুজতে।
মন্তব্য: পুরো ভুল তত্ত্ব। বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ভয় দেখিয়ে টেকসই উন্নয়নের অনেকগুলো পলিসি বাস্তবায়ন করার ধান্ধা। এই সব পলিসিতে দেশকে আরো ক্ষতিগ্রস্ত করবে সম্রাজ্যবাদীরা, তাই সাবধান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এমন সময় ভয় দেখাচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের উপকূলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সুপার হারিকেন ডোরিয়ান। আরো উল্লেখ্য, গত বছর আমেরিয়ায় ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের আঘাতে ২২ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়, এছাড়া হ্যারিকেন মাইকেলে ক্ষতি হয় ২৫ বিলিয়ন ডলার এবং ক্যালফোর্নিয়ার দাবানলে ক্ষতি হয় প্রায় ১৩ বিলিয়ন ডলার। যে আমেরিকা নিজেই প্রাকৃতিক দুর্যোগে প্রতিনিয়ত বিপর্যস্ত, সে কিনা আসছে বাংলাদেশ ভয় দেখায় নতুন ধান্ধা খুজতে।
৮) খবর- জিডিপিতে বাংলাদেশের প্রবৃদ্ধি সারাবিশ্বে সবার ওপরে: অর্থমন্ত্রী (https://bit.ly/2ks0R0K)
মন্তব্য: জিডিপির মানে পাবলিক বুঝে না, অর্থ ভাঙ্গায় বলেন। সোজা অর্থ হইলো- সরকার এখন অমুক-তমুক উন্নয়নের নামে খরচ বাড়াইছে, এই খরচ বাড়ানোটাই জিডিপি বাড়ায় দিছে। আর সেই খরচ তুলতে সরকার জনগণের উঠতে-বসতে-খাইতে-ঘুমাইতে ট্যাক্স ধরা শুরু করছে। এই হইলো জিডিপি বৃদ্ধির মাজেজা।
৯) খবর- মদের দাম কমানোর প্রস্তাব সংসদীয় কমিটির (https://bit.ly/2lyhpEr)
মন্তব্য: বুঝলাম না, সব কিছু বাড়তেছে, কিন্তু মদের দাম কেন কমাইতে চাইতেছে সংসদ সদস্যরা ?
ও বুচ্ছি, মদের দাম বেশি থাকলে এমপিদের দৈনন্দিন খরচপাতি বেড়ে যাচ্ছে তাই ?
তাহলে এভাবে খবরটা হতে পারতো- “এমপিদের খরচ বাচাতে মদের দাম কমানোর প্রস্তাব”, তাহলে খবরটা দেখতে সুন্দর লাগতো।
ও বুচ্ছি, মদের দাম বেশি থাকলে এমপিদের দৈনন্দিন খরচপাতি বেড়ে যাচ্ছে তাই ?
তাহলে এভাবে খবরটা হতে পারতো- “এমপিদের খরচ বাচাতে মদের দাম কমানোর প্রস্তাব”, তাহলে খবরটা দেখতে সুন্দর লাগতো।
১০) খবর- ভারতে দেখা যাচ্ছে বিটিভি (https://bit.ly/2kh6rmI)
মন্তব্য: যাক আওয়ামী সরকার ভারতে কিছু রফতানি না করতে পারলেও অন্তত বিটিভি’টা রফতানি করতে পারছে। কুছ তো মিলা !