শত বছর আগে হিন্দুরা কব্জিতে লাল সূতা বেধেছিলো দুই বাংলাকে এক করতে এন.সি-১৬২

শত বছর আগে হিন্দুরা কব্জিতে লাল সূতা বেধেছিলো দুই বাংলাকে এক করতে
Image result for বাতিশত বছর আগে হিন্দুরা কব্জিতে লাল সূতা বেধেছিলো দুই বাংলাকে এক করতে
শত বছর পর নতুন করে হিন্দুরা গণহারে কব্জিতে লাল সূতা বাধছে কেন ?
১৯০৫ সালে বঙ্গভঙ্গ হবার পর হিন্দুরা ফের দুই বাংলাকে এক করার জন্য উগ্রবাদীতার পথ বেছে নেয়। কিন্তু তারজন্য প্রথম দরকার ছিলো হিন্দুদের মধ্যে ঐক্য গঠন। সেই ঐক্য গঠনের প্রতীক হিসেবে তারা বেছে নিয়েছিলো কব্জিতে লাল সূতা বাধাকে।
প্রাবন্ধিক নীরদ সি চৌধুরীর জন্ম ১৮৯৭ সালে, সুতরাং ১৯০৬ সালে বঙ্গভঙ্গের সময়ে তার বয়স হবে নয় বছর। সেই সময়কার ঘটনা নিয়ে সে তার বই The Autobiography of an Unknown Indian এ লিখেছে-
যেই দিন পার্টিশন (বঙ্গভঙ্গ) হলো, সেই দিন আমাদের বাসায় এক ব্যক্তিকে ডাকা হল। তার হাতে ছিল লাল সুতার বাণ্ডিল। বাবা আমাদেরকে বললেন নদীতে গোসল করে আসতে, এরপর আমাদের কব্জিতে লাল সুতা বাঁধা হলো বাংলার সমস্ত হিন্দুর ঐক্যের প্রতীক হিসেবে (মূল ইংরেজিতে: as a token of brotherhood of all bengalis)"
বর্তমান কালেও হঠাৎ করে হিন্দুদের কব্জিতে (ছেলেদের ডান হাতে, মেয়েদের বাম হাতে) লাল সূতা বাধার পরিমাণ বেড়ে গেছে। হিন্দুদের বিপদতারিনী পূজার সময় হাতে লাল সূতা বাধার একটা রেওয়াজ আছে, কিন্তু সেটা এত বেশি হারে দেখা যেতো না। কিন্তু হঠাৎ করে হিন্দুদের মধ্যে লাল সূতা বাধার প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
কথা হলো-
১৯০৫ সালে বঙ্গভঙ্গ হবার পর হিন্দুরা লাল সূতার মাধ্যমে ঐক্য করেছিলো দুই বাংলাকে এক করতে।
শত বছর পর নতুন করে কোন বিষয়কে টার্গেট করে ঐক্য গড়তে কব্জিতে লাল সূতা বাধা শুরু করলো হিন্দুরা ??