ক্রিকেট খেলা আর ফ্লাইওভার-মেট্রোরেল নয় সরকারের ইনভেস্ট করা উচিত ধোলাইখাল

ক্রিকেট খেলা আর ফ্লাইওভার-মেট্রোরেল নয় সরকারের ইনভেস্ট করা উচিত ধোলাইখাল
Image result for নদীক্রিকেট খেলা আর ফ্লাইওভার-মেট্রোরেল নয় সরকারের ইনভেস্ট করা উচিত ধোলাইখাল, জিঞ্জিরা আর পুরান ঢাকার এসব কারখানায়। বিদেশ থেকে যে জিনিস ১০ টাকায় কিনে আনতে হয়, এটা বাংলাদেশে ১ টাকায় বানানো সম্ভব, শুধু প্রয়োজন প্রশিক্ষণ আর সহায়তা। সরকার অনুৎপাদনশীল খাতগুলোতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও এসব উৎপাদনশীল খাতগুলোর দিতে ফিরেও তাকায় না। উপরন্তু নানান কায়দায় এগুলো বন্ধ করার পায়তারা খোঁজে। অথচ সামান্য কিছু সহায়তা পেলে এখাতগুলো থেকে লক্ষ কোটি টাকা লাভবান হতে পারে দেশ, দেশের চাহিদা মিটিয়ে তারা বিদেশেও রফতানির হাত বাড়াতে পারে। দেশে রয়েছে সাড়ে ৪ কোটি বেকার। তাদের একটি বড় অংশের কর্মসংস্থান হতে পারে এই খাতে। আলাদা জমি বরাদ্দ, বিনিয়োগ আর প্রশিক্ষণ দরকার শুধু, সুযোগ পেলে এদের জন্য রিসার্চ বা গবেষণা করাও কঠিন কিছু নয়। এমনও হতে পারে ধোলাইপাড় বা জিঞ্জিরায় বানানো নতুন কোন প্রোডাক্ট দিয়ে বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হতে পারে নতুন চীন হিসেবে।
দেশ পরিচালনাকারীদের বলবো, দয়া করে দেশটাকে আর শেকল পড়িয়ে রাখবেন না, স্বাধীনতার ৪৭ বছর হয়ে গেছে, এখনও উৎপাদনশীল খাতগুলোকে অবরুদ্ধ করার প্রয়াস লক্ষ্য করা যায়, যা দেশের অর্থনৈতিক স্বাধীনতার জন্য হুমকি। অনুৎপাদনশীল খাতে ব্যয় বন্ধ করে উৎপাদনশীল খাতগুলোতে ব্যয় করুন, দেশকে উন্নত করুন।
https://www.facebook.com/noyonchatterjee5/videos/237502783800118/?t=7