টাঙ্গাইলে রাস্তা সোজা করতে ভাঙ্গা দরকার ছিলো শ্মশানঘাট-মন্দির, কিন্তু ভেঙ্গে ফেলা হলো কবরস্থান
গত কয়েকদিন আগে একজন পাঠক আমাকে ইনবক্স করে জানালেন, টাঙ্গাইল জেলার মির্জাপুরে জামুর্কী নামক এলাকায় এক ঘটনা ঘটেছে। রাস্তার একপাশে আছে মুসলমানদের কবরস্থান, অন্যপাশে হিন্দুদের শ্মশানঘাট ও মন্দির। বর্তমান সরকার সেখানে উন্নয়নের নামে রাস্তা ফোরলেন করছে। কিন্তু রাস্তাটি সোজা করতে প্রকৃতপক্ষে ভাঙ্গা দরকার ছিলো শশ্মানঘাট ও মন্দিরটি। কিন্তু তিনি জানালেন আশ্চর্যজনকভাবে একপাশের মন্দির ও শশ্মানঘাট না ভেঙ্গে অন্যপাশের কবরস্থান ভেঙ্গে ফেলা হয়েছে।
আমি প্রাথমিক অবস্থায় পাঠকের কথাটি বুঝতে পারছিলাম না, কিন্তু পরে গুগল স্ট্রিট ভিউতে ২০১৫-১৬ সালের ছবি (লিঙ্ক- https://bit.ly/2RdoWpB) দেখে আমার চোখ ছানাবড়া হওয়ার জোগার। রাস্তার বাক সোজা করতে আসলেই ভাঙ্গা দরকার ছিলো মন্দির ও শশ্মানঘাটকে, কিন্তু সেটা না করে উল্টো পাশের মুসলমানদের কবরস্থানকে ভেঙ্গে ফেলার পক্ষে কোন যুক্তিই দাড় করানো যায় না।
যারা প্রায়শই উন্নয়নের নামে মসজিদ ভাঙ্গাকে সাপোর্ট করেন, তারাই হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক এই উন্নয়নের পক্ষে কি বলবেন?
শুনেছি, পাশ্ববর্তী ভারতে গণহারে মসজিদ ভাঙ্গার উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার, অখণ্ড ভারতের অংশ হিসেবে সেই কাজ বাংলাদেশেও শুরু হয়েছে কি না, সেটাই ভাববার বিষয়।