ছোটবেলায় দেখতাম, আইডিয়াল স্কুলের সবাই প্রশংসা করতো।

ছোটবেলায় দেখতাম, আইডিয়াল স্কুলের সবাই প্রশংসা করতো।
Image result for হারিকেন
ছোটবেলায় দেখতাম, আইডিয়াল স্কুলের সবাই প্রশংসা করতো। এই প্রশংসার মূল কারণ ছিলো শুধু তাদের ভালো রেজাল্ট নয়, বরং ছেলেদের মাথায় সাদা টুপি আর মেয়েদের গায়ে বড় ওড়না।
অনেকেই বলতো- ভিকারুন্নেসা ছাত্রীদের গায়ে বড় ওড়না নাই, কিন্তু আইডিয়াল স্কুলের মেয়েদের গায়ে বড় ওড়না আছে। তারা রেজাল্টও ভালো করে, আবার দেখতে শুনতেও মার্জিত লাগে।
আমি অনেক পরিবারকে দেখেছি, মেয়ে একই সাথে আইডিয়াল ও ভিকারুন্নেসায় চান্স পাইছে। কিন্তু ভিকারুন্নেসায় দেয় নাই, আইডিয়ালে দিছে শুধুমাত্র এই বড় ওড়নার কারণে।
যেই বড় ওড়নার কারণে এই প্রতিষ্ঠানের এত সুনাম এখন সেই বড় ওড়নাই বাতিল করতে হবে বলে ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গত ৩০শে অক্টোবর, ২০১৯ তারিখে এক বিজ্ঞপ্তিতে নতুন ড্রেসকোড প্রকাশ করা হয়, যেখানে বড় ওড়নার বিষয়টি গায়েব করে দেয়া হয়।
এই জন্যই যখন পাঠ্যপুস্তকে ও’ তে ওড়না নিয়ে নারীবাদীদের দাবীর মুখে তা বাদ দেয়া হয়েছিলো,
তখন আমি বলেছিলাম- এখন বইয়ের ওড়না বাদ দিলো, কয়েকদিন পর মেয়েদের গায়ের ওড়না বাদ দিবে। এখন সেটাই শুরু হলো।