রাজনৈতিক দলগুলোর সম্মিলিত হিন্দুত্ব তোষণ

রাজনৈতিক দলগুলোর সম্মিলিত হিন্দুত্ব তোষণ
Related image
রাজনৈতিক দলগুলোর সম্মিলিত হিন্দুত্ব তোষণ ঃ সাধারণ মুসলমানদের জন্য ভয়ঙ্কর ভবিষ্যতের আভাস
আওয়ামীলীগ হিন্দু তোষণ করে, আওয়ামীলীগ হিন্দুত্ব করে, এই ধরনের কথা এতদিন অনেক রাজনীতিবিদ বা রাজনৈতিক সংগঠনই কিন্তু এমন বলে এসেছে। কিন্তু এবার সরস্বতী পূজা এবং ভোট ইস্যুতে দেখা গেলো প্রায় সবাই হিন্দু তোষণে ব্যস্ত। সেক্যুলার থেকে শুরু করে ইসলামী দল কেউ এর থেকে বাদ যায়নি। এমনকি কেউ আওয়ামীলীগের থেকেও ক্ষেত্র বিশেষে হিন্দু তোষণে এগিয়ে গেছে। ঠিক যেভাবে কংগ্রেস আর বিজেপি সম্মিলিতভাবে হিন্দু তোষণে পাল্লা দেয়। কাশ্মীর ইস্যু বা বাবরী মসজিদ ইস্যুতে তারা হিন্দুদের স্বার্থ কায়েমে একত্ব। কিন্তু এভাবে তাদের সম্মিলিত হিন্দু তোষণে উগ্রহিন্দুত্ববাদ উত্থানের বিপরীতে মুসলমানরা পক্ষ হারায়, ঠিক যেভাবে ভারতে মুসলমান অসহায় হয়ে পড়েছে।
তবে, বাংলাদেশের রাজনীতিবিদদের এই যে হিন্দু তোষণ, এটা এমনি এমনি আমি তা মনে করি না। রাজনৈতিক দলগুলো রাজনীতি করে তাদের স্বার্থ কায়েমের জন্য। আওয়ামীলীগ এতদিন হিন্দু তোষণ করে যে লাভবান হয়েছে, হয়ত তারাও সেখানে ভাগ বসাতে চেয়েছে। হিন্দু তোষণ করে তারা কে কোন ব্লক থেকে সুবিধা পাবে, তাদের মাথায় শুধু সেই চিন্তা।
কিন্তু তাদের জনবিরোধী সিদ্ধান্তের কারণে যদি পুরো দেশ এক সময় ক্ষতিগ্রস্ত হয়, তবে তাতে তাদের কিছুই আসে যায় না। যেমন, কাশ্মীরে ওমর আব্দুল্লাহ বা মেহবুবা মুফতিরা কিন্তু কম অম্প্রদায়িক ছিলো না, কিন্তু আজকে যখন পুরো কাশ্মীর তাদের জন্য ৭২ বছর ধরে পরাধীন হয়ে আছে, তাতে তাদের কি ?
তারা তো এতদিন ব্যক্তি স্বার্থ হাসিল করেছে, তাহলেই হবে। এখন তাদের থেকে সুবিধা নেয়া শেষ হওয়ার পর ভারত তাদেরকেই জেলে ভরে রেখেছে, ঠিক যেভাবে মীর জাফর থেকে সুবিধা নেয়া শেষ হলেই সেই মীর জাফরকে আস্তাকুড়েতে নিক্ষেপ করেছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

কথা হইলো এসব স্বার্থবাদী রাজনীতিবিদদের দেখিয়ে দেয়া পথে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই,
এসব স্বার্থবাদী রাজনীতিবিদদের কথা শুনলে একটা সময় বাংলাদেশকেও অখণ্ড ভারতের অংশ হতে হবে, দেশের ৯৫% মুসলমানকে ঝাপ দিতে হবে বঙ্গপোসাগরে। তাই কথিত সাম্প্রদায়িকতার নামে হিন্দুত্ববাদ কায়েমের সিদ্ধান্তের বিরুদ্ধে ফেসবুক-সোশ্যাল মিডিয়ায় সাধারণ মুসলমানদের প্রতিবাদ অব্যাহত রাখা জরুরী। রাজনৈতিক দলগুলো কে বলা উচিত- তারা সাম্প্রদায়িকতার কথা বলে যেভাবে মুসলমানদের উপর হিন্দুত্ববাদ চাপিয়ে দিলো, ঠিক একইভাবে ইসলামকে হিন্দুদের উপর চাপিয়ে পাড়লে দেখাক।