খবর ও মন্তব্য :
১) ভারতে স্কুলের ক্লাসে ইয়েস স্যারের পরিবর্তে ‘জয় হিন্দ’(https://bbc.in/2SvlZPt)
মন্তব্য: বাংলাদেশেও ক্লাসে জয় বাংলা চালু করা হোক। (ইতিমধ্যে সাবেক ছাত্রলীগ নেতা এই দাবী তুলেছে।
মন্তব্য: বাংলাদেশেও ক্লাসে জয় বাংলা চালু করা হোক। (ইতিমধ্যে সাবেক ছাত্রলীগ নেতা এই দাবী তুলেছে।
২) আমাদের মেয়েগুলো ভারতে গিয়ে ছবি করল, ওদের পোশাক দেখে ভয় লেগে গেছে : চিত্রনায়িকা ববিতা (https://bit.ly/2ThLC6m)
মন্তব্য: এটাই নিয়ম। গোয়ালছাড়া গাভীদের সি-গ্রেড হিসেবেই ব্যবহার করবে।
মন্তব্য: এটাই নিয়ম। গোয়ালছাড়া গাভীদের সি-গ্রেড হিসেবেই ব্যবহার করবে।
৩) আশা করব আগামী পাঁচ বছর নতুন সরকার নতুন প্রজন্মকে পুরোপুরি অসাম্প্রদায়িক হতে শেখাবে। - জাফর ইকবাল (https://bit.ly/2AqeJNM)
মন্তব্য : নাস্তিকদের দাবী নাস্তিকরা তুলবে। বাংলাদেশের মুসলমানদের উচিত ২০১১ সালে সংবিধান থেকে বাদ দেয়া আল্লাহ’র উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার দাবি তোলা। বাদ দিতে বলা ধর্মনিরপেক্ষতাকে। আমি একটা সোর্সে পেয়েছি, আওয়ামী সরকারের উপর প্রেসার আছে রাষ্ট্রধর্ম তুলে দেয়ার জন্য। এইজন্য যে কোন ধরনের পদক্ষেপ আসতে পারে। তার আগে্ই মুসলমানদের দাবি তোলা উচিত।
মন্তব্য : নাস্তিকদের দাবী নাস্তিকরা তুলবে। বাংলাদেশের মুসলমানদের উচিত ২০১১ সালে সংবিধান থেকে বাদ দেয়া আল্লাহ’র উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার দাবি তোলা। বাদ দিতে বলা ধর্মনিরপেক্ষতাকে। আমি একটা সোর্সে পেয়েছি, আওয়ামী সরকারের উপর প্রেসার আছে রাষ্ট্রধর্ম তুলে দেয়ার জন্য। এইজন্য যে কোন ধরনের পদক্ষেপ আসতে পারে। তার আগে্ই মুসলমানদের দাবি তোলা উচিত।
৪) অজয় দাসগুপ্তের দাবি- “বিলুপ্তের পথে বিএনপি” (https://bit.ly/2RuMyHa)
মন্তব্য : অ্যানালিস্ট ক্লাস-২ এর ৬ নম্বর পয়েন্টে বলেছিলাম, আন্তর্জাতিক রাজনীতিতে দুই শক্তির মধ্যে যখন কোন জোট গঠিত হয়, তখন ঐ ব্লকের জাতীয় পর্যায়ে সদস্যরাও জোট বাধে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে যখন জোট ভেঙ্গে যায়, তখন জাতীয় রাজনীতির মধ্যে দুই ব্লকের সদস্যদের মধ্যে টানাপোড়েন বা বিভেদ শুরু হয়। বিএনপি যখন গঠিত হয়েছিলো তখন আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও আমেরিকার পরষ্পর জোট ছিলো, এবং দুই শক্তির সদস্যদের নিয়ে বিএনপি তৈরী হয়। কিন্তু ২০০৪-০৫ এর দিকে চীন-আমেরিকা জোট ভেঙ্গে যাওয়ার পর বিএনপির মধ্যে চীন ও মার্কিন ব্লকের সদস্যদের মধ্যে টানাপোড়েন শুরু হয়, এবং যেই দ্বন্দ্বের ফলস্বরূপ আজকে বিএনপির এই করুণ অবস্থা। (https://bit.ly/2GTkgC7)
মন্তব্য : অ্যানালিস্ট ক্লাস-২ এর ৬ নম্বর পয়েন্টে বলেছিলাম, আন্তর্জাতিক রাজনীতিতে দুই শক্তির মধ্যে যখন কোন জোট গঠিত হয়, তখন ঐ ব্লকের জাতীয় পর্যায়ে সদস্যরাও জোট বাধে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে যখন জোট ভেঙ্গে যায়, তখন জাতীয় রাজনীতির মধ্যে দুই ব্লকের সদস্যদের মধ্যে টানাপোড়েন বা বিভেদ শুরু হয়। বিএনপি যখন গঠিত হয়েছিলো তখন আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও আমেরিকার পরষ্পর জোট ছিলো, এবং দুই শক্তির সদস্যদের নিয়ে বিএনপি তৈরী হয়। কিন্তু ২০০৪-০৫ এর দিকে চীন-আমেরিকা জোট ভেঙ্গে যাওয়ার পর বিএনপির মধ্যে চীন ও মার্কিন ব্লকের সদস্যদের মধ্যে টানাপোড়েন শুরু হয়, এবং যেই দ্বন্দ্বের ফলস্বরূপ আজকে বিএনপির এই করুণ অবস্থা। (https://bit.ly/2GTkgC7)
৫) আবারও অর্থমন্ত্রী হতে চায় মুহিত (https://bit.ly/2VoI1Fp)
মন্তব্য : মুহিত তো বলেছিলো আওয়ামীলীগ ফের ক্ষমতায় আসলে দেশে আর কোন দরিদ্র লোক থাকবে না। সব দরিদ্রকে নিধন করা হবে। সেই দরিদ্র নিধন কর্মসূচি বোধহয় শেষ করে যেতে চান।
মন্তব্য : মুহিত তো বলেছিলো আওয়ামীলীগ ফের ক্ষমতায় আসলে দেশে আর কোন দরিদ্র লোক থাকবে না। সব দরিদ্রকে নিধন করা হবে। সেই দরিদ্র নিধন কর্মসূচি বোধহয় শেষ করে যেতে চান।
৬) ১৭ ব্যাংক পরিচালিক এবার এমপি নির্বাচিত। (https://bit.ly/2QhNYQz)
মন্তব্য: ব্যাংকে জমা রাখা পাবলিকের বাকিটাকাও নির্দ্দিষ্ট গন্তবে পৌছানো এখন সহজ হবে।
মন্তব্য: ব্যাংকে জমা রাখা পাবলিকের বাকিটাকাও নির্দ্দিষ্ট গন্তবে পৌছানো এখন সহজ হবে।
৭) উদ্বোধনী ভাষণে ঐক্যের ডাক দিলেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট (https://bit.ly/2R4eIth)
মন্তব্য: আর আমাদের দেশে ৪৮ বছর আগের ইতিহাস টেনে জাতিকে দুই ভাগে ভাগ করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের হিসেব মতে দেশের ৪০% শতাংশ তরুণ মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি (https://bit.ly/2F1wrdv)। আচ্ছা এই ৪০% তরুণকে কি গুলি করে মেরে ফেলা যায় না ?
মন্তব্য: আর আমাদের দেশে ৪৮ বছর আগের ইতিহাস টেনে জাতিকে দুই ভাগে ভাগ করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের হিসেব মতে দেশের ৪০% শতাংশ তরুণ মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি (https://bit.ly/2F1wrdv)। আচ্ছা এই ৪০% তরুণকে কি গুলি করে মেরে ফেলা যায় না ?
৮) মাতৃভাষায় বই পেলো নৃ-গোষ্ঠীর শিশুরা (https://bit.ly/2VpDpi7)
মন্তব্য: কথা শুনতে সুন্দর, কিন্তু ক্ষতিকর। নৃ-গোষ্ঠী শিশুদের নিজের ভাষায় বই দিয়ে নিজেদের কয়েকশ’ বর্গ কিলোমিটার এলাকা আর কয়েক লক্ষ মানুষের মধ্যে সীমাবদ্ধ করে দেয়া হলো। তারা সারা দেশ ঘুরে, কোটি কোটি মানুষের সাথে মিশে নিজের উন্নয়ন করবে সেটা আটকে দেয়া হলো।
মন্তব্য: কথা শুনতে সুন্দর, কিন্তু ক্ষতিকর। নৃ-গোষ্ঠী শিশুদের নিজের ভাষায় বই দিয়ে নিজেদের কয়েকশ’ বর্গ কিলোমিটার এলাকা আর কয়েক লক্ষ মানুষের মধ্যে সীমাবদ্ধ করে দেয়া হলো। তারা সারা দেশ ঘুরে, কোটি কোটি মানুষের সাথে মিশে নিজের উন্নয়ন করবে সেটা আটকে দেয়া হলো।
৯) মন্দিরে লিঙ্গবৈষম্যের প্রতিবাদে ভারতে নারীদের ৬২০ কিলোমিটার মানববন্ধন।
(https://bit.ly/2VmtcmO)
মন্তব্য: মোদি তার ক্ষমতার পুরো সময় শুধু মুসলিমনারীদের জন্য আইন প্রণয়নে ব্যস্ত থাকলো। কিন্তু তার ধর্মের মন্দিরগুলোতেই যে হিন্দু নারীরা প্রতিনিয়ত নির্যাতিত, সেটা দেখার সময় কোথায় ?
(https://bit.ly/2VmtcmO)
মন্তব্য: মোদি তার ক্ষমতার পুরো সময় শুধু মুসলিমনারীদের জন্য আইন প্রণয়নে ব্যস্ত থাকলো। কিন্তু তার ধর্মের মন্দিরগুলোতেই যে হিন্দু নারীরা প্রতিনিয়ত নির্যাতিত, সেটা দেখার সময় কোথায় ?
১০) ‘বিয়ের উৎসবের মত মানুষ ভোট দিয়েছে’: নাসিম (https://bit.ly/2CJquAh)
মন্তব্য: নোয়াখালীর সুবর্ণচরে বাসররাতও সেরেছে (https://bit.ly/2F11ZjK)।
মন্তব্য: নোয়াখালীর সুবর্ণচরে বাসররাতও সেরেছে (https://bit.ly/2F11ZjK)।