ওড়না ছেড়ে ধূতি পরো
সবার জানার দরকার, এই আব হেনা মোরশেদ জামান এর আগে ছিলো নরসিংদী জেলার ডিসি। সেখানে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে। জনগণ তার বিরুদ্ধে এলাকায় জুতা মিছিল করে, এক পর্যায়ে এ আমলার বিরুদ্ধে গণশুনানির ব্যবস্থা করে দুদক। আব হেনা মোরশেদ জামানের বিরুদ্ধে ২০ কোটি দামের জমি মাত্র ৭৩ লক্ষ টাকায় একটি নামসর্বস্ব স্কুলের নামে বন্দোবস্ত করে দেয়া ছাড়াও নরসিংদী আইডিয়াল স্কুলে তার বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। ২০১৭ সালে আবু হেনা মোরশেদ জামানকে বদলী হয়ে যায়।
খবর-
১) নরসিংদীর ডিসির আবু হেনা মোরশেদ জামান এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুদকের গণশুনানিতে ক্ষোভ ঝাড়লেন সাধারণ মানুষ
(https://bit.ly/365XWwz)
২) আব হেনা মোরশেদ জামানের দুর্নীতি: বিশ কোটি টাকার জমি ৭০ লাখে বরাদ্দ!
(https://bit.ly/2G08cM3)
৩) নরসিংদীতে ডিসি আব হেনা মোরশেদ জামানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও জুতা মিছিল ॥ কার্যালয় ঘেরাও
(https://bit.ly/376Fyoq)
৪) ডিসি আবু হেনা মোরশেদ জামানের দুর্নীতি নিয়ে নরসিংদীতে মানুষের ক্ষোভ
(https://bit.ly/2G6Mtlz)
গতকালকে ওড়না নিষিদ্ধ নিয়ে সাফাই গাইতে এবং গার্জিয়ানদের মৌলবাদী উল্লেখ করে দেয়া আবু হেনা মোরশেদ জামানের স্ট্যাটাস, সবাই স্ট্যাটাসের কমেন্টে গিয়ে তার এ অন্যায় কাজের প্রতিবাদ করুন- https://www.facebook.com/permalink.php…