আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে স্বরসতী পূজার জন্য ভোট পেছাতে আন্দোলন-
আজ থেকে ৫ মাস আগের স্ট্যাটাসে বলেছিলাম- আওয়ামীলীগের মধ্যে যে রিপাবিকান ব্লক সদস্যরা ঘাপটি মেরে আছে, তারা কখন প্রকৃত আওয়ামীলীগ নয়। এদের বের করে দিলে আওয়ামীলীগ অনেকটা পিওর হবে। রিপালিকান ব্লক সদস্যদের উদহারণ টানতে গিয়ে মেয়র সাইদ খোকনের নাম বলেছিলাম (তখনও সে মেয়র)। আরো বলেছিলাম- উগ্রহিন্দুরাও রিপাবিলকান ব্লক করে। (https://tinyurl.com/vmtjb3r)
এরপর ৩ মাস আগের স্ট্যাটাসে বলেছিলাম, ক্যাসিনোকাণ্ড ধরা ও যুবলীগের রিফর্মের মূল কারণ ছিলো কারণ- আওয়ামীলীগ নিজের ভেতর ঢুকে পড়া রিপাকলিকানদের দ্বারা রাজনৈতিক ক্যু এর আশঙ্কা করেছিলো। (https://tinyurl.com/tajz45p)
এবার একটু সমীকরণ মিলান-
যুবলীগের নতুন সম্মেলন যখন হবে, ঠিক সেইদিন ভোলার ঘটনা ঘটলো। উগ্রহিন্দুরা উস্কানি তৈরী করলো, মুসলমান ক্ষেপিয়ে আবার মুসলমানদের গুলি করে মারলো। শেখ হাসিনা পরবর্তীতে যুবলীগের পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি করলেন, যেখানে তিনি যুবলীগের প্রধান বানালেন আওয়ামীলীগের কোর সদস্য হিসেবে শেখ ফজলুল হক মনির ছেলে পরশকে।
আবার এখন সিটি কর্পোরেশন নির্বাচনের সময় সাঈদ খোকনকে সরিয়ে শেখ হাসিনা নুতন মেয়র করতেছে আওয়ামীলীগের কোর সদস্য হিসেবে শেখ ফজলুল হক মনির ছেলে তাপসকে।
যুবলীগের নতুন সম্মেলন যখন হবে, ঠিক সেইদিন ভোলার ঘটনা ঘটলো। উগ্রহিন্দুরা উস্কানি তৈরী করলো, মুসলমান ক্ষেপিয়ে আবার মুসলমানদের গুলি করে মারলো। শেখ হাসিনা পরবর্তীতে যুবলীগের পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি করলেন, যেখানে তিনি যুবলীগের প্রধান বানালেন আওয়ামীলীগের কোর সদস্য হিসেবে শেখ ফজলুল হক মনির ছেলে পরশকে।
আবার এখন সিটি কর্পোরেশন নির্বাচনের সময় সাঈদ খোকনকে সরিয়ে শেখ হাসিনা নুতন মেয়র করতেছে আওয়ামীলীগের কোর সদস্য হিসেবে শেখ ফজলুল হক মনির ছেলে তাপসকে।
ক্যালকুলেশন দেখুন-
ক) রিপাবলিকান ব্লক যুবলীগ সরানো ----উগ্রহিন্দু দিয়ে ভোলায় অরাজকতা সৃষ্টির মাধ্যমে বাধা ---বাধা উপেক্ষা করে ফজলুল হক মনির ছেলে পরশকে বসানো।
আবার-
খ) মেয়র সাইদ খোকন বা রিপাবলিকান ব্লক সদস্য সরানো----সরস্বতী পূজার অজুহাতে উগ্রহিন্দুদের বাধা----ফজলুক হক মনির ছেলে তাপসকে বসাতে নির্বাচন।
অর্থাৎ ঢাবির জগন্নাথ হলের যে সব হিন্দু ছাত্রলীগের সদস্য দাবি করে অরাজকতা করছে, এরা আসলে নামে ছাত্রলীগ হলেও বাস্তবে আওয়ামীলীগ বিরোধী । আবার আওয়ামীলীগের নাম দিয়েও অনেকে পূজার তারিখ পেছাতে বলছে, এরাও ঐ একই গোত্র বা রিপাবলিকান ব্লক মেইনটেইন করে।
তবে মিডিয়ার মধ্যে ডেমোক্র্যাট ব্লক বেশি হওয়ায় (যেমন প্রথম আলো) তারা উপর দিয়ে পূজার আন্দোলনের খবর প্রকাশ করলেও অনেকগুলোর খবর এমনভাবে করেছে যেন রিপাবলিকানদের এই আন্দোলন গুরুত্ব হারায়।