রমজান মাস আসতে আর মাত্র ৫ দিন বাকি।
এর মধ্যে যদি বাংলাদেশে লকডাউন/শ্যাটডাউন খুলে দেয়া হয়,
তবে রমজান মাসের ধাক্কায় গত ১ মাসে লকডাউনের কারণে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে,
তার কিছুটা হলেও পুষিয়ে নেয়া যাবে।
কিন্তু রমজান মাসের শুরুতেই যদি লকডাউন/শ্যাটডাউন খুলা না যায়,
তবে সেটা ১৫ রোজা পর্যন্ত টানলেই তা ঈদে গিয়ে ঠেকবে।
ফলে রোজা-ঈদের বিরাট অর্থনীতি ধ্বংস হবে।
তখন যে পরিমাণ ক্ষতি হবে, তাতে আগামী ১ বছর বাংলাদেশের মানুষ অর্থনৈতিক চরম খারাপ পরিস্থিতিতে পড়বে, এবং সেই খারাপ পরিস্থিতি বহু মানুষকে ভুগাবে, অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পথে বসে যাবে, কোটি কোটি মানুষকে বেকার হয়ে পড়বে এবং বহু মানুষকে তা মৃত্যুর দিকে নিয়ে যাবে।
এই অবস্থায় বাংলাদেশের মানুষের উচিত লকডাউন/শ্যাটডাউনের বিরুদ্ধে গণ আন্দোলন করা,
প্রয়োজনে আমেরিকার জনগণের মত মাঠে নামা।
এই ৫ দিনের মধ্যে যদি লকডাউন/শ্যাটডাউন ভাঙ্গা না যায়,
তবে এর খেসারত দিতে হবে হবে ভয়াবহ, যা মানুষ কল্পনাও করতে পারতেছে না।