ব্রিফিং: লকডাউন ও করোনা ভীতি (৩)

 

ব্রিফিং: লকডাউন ও করোনা ভীতি (৩)
তারিখ: ৯-১২ এপ্রিল ২০২০, রবিবার
৪ দিনে মৃত্যু ১৫ (মিডিয়ায় পাওয়া খবর অনুযায়ী)
এর মধ্যে খাদ্যের অভাবে ২ জন, বিনা চিকিৎসায় ৬ জন, আত্মহত্যায় ৬ জন এবং অভাবের কারণে সাংসারিক কলহে ১ জনের মৃত্যু হয়েছে।
গত ৬ দিনে মোট মৃত্যু সংখ্যা দাড়ানো ২৭ জনে।
(তবে প্রথম দিন থেকে কতজন লকডাউন ও করোনা ভীতির কারণে মৃত্যুবরণ করলো তার হিসেব করা হয়নি।)
তথ্যসূত্র:
খাদ্যের অভাবে-
১) ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা বৃদ্ধের পাশে কেউ যায়নি, অবশেষে মৃত্যু- https://bit.ly/2Xv66ha
২) খাদ্যের অভাবে সাবেক ফুটবলারের মৃত্যু- https://bit.ly/3a07sDq
চিকিৎসা না পেয়ে-
১) চিকিৎসা না পেয়ে রাজধানীতে স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ
২) চিকিৎসা না পেয়ে পুলিশ কর্মকর্তার স্বামীর মৃত্যুর অভিযোগ | (https://youtu.be/CzeeAlRQSZE)
৩) মহেশখালীতে করোনা সন্দেহে চিকিৎসা না পেয়ে এক ব্যক্তির মৃত্যু, ফলাফল করোনা নেগেটিভ
৪) হৃদ্‌রোগে আক্রান্ত হলেও ভয়ে কাছে ভিড়ছিলেন না কেউ
৫) ফরিদপুরে চিকিৎসা না পেয়ে রাস্তার ধারে মারা গেলেন জ্বরে আক্রান্ত দিনমজুর
৬) ডাক্তারের অবহেলায় বিনা চিকিৎসায় মারা গেলেন প্রকৌশলী
আত্মহত্যা-
১) ক্ষুধায় কান্নাকাটি করায় বাবার ধমক, ১০ বছরের শিশুর আত্মহত্যা
২) অভাব-অনটনে সন্তানরা দেখাশোনা না করায় বৃদ্ধের আত্মহত্যা
৩) ধুনটে ঘরে খাবার না থাকায় বৃদ্ধার আত্মহত্যা
৪) নীলফামারিতে করোনায় খাবারের অভাবে কলহ, গৃহবধূর আত্মহত্যা
৫) আত্রাইয়ে কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের আত্মহত্যা
৬) টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে মুক্তিযোদ্ধার আত্মহত্যা
অভাবে মারামারি-
১) অভাব-অনটন নিয়ে ঝগড়া, স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু