করোনা নিয়ে যখন প্রথম আলোচনা শুরু হয়,
তখন আমি বলেছিলাম- দুটি বিষয় করলেই যথেষ্ট। এর বেশি কোন কিছুই করা দরকার নাই।
১) প্রবাসীদের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা
২) বৃদ্ধদের সাবধানে রাখা।
আর এই বিষয়টি নিয়ে অতি ভয় পাওয়ার কিছু নেই, কারণ করোনা হলে বৃদ্ধদের মৃত্যু ঝুকি আছে। কিন্তু বাংলাদেশে বৃদ্ধদের জনসংখ্যার হার কম, তাই করোনা বাংলাদেশকে তেমন ক্ষতিগ্রস্ত করতে পারবে না।
এই কথা বলার পর কিছু লোক আমাকে বললো-
“আপনি তো খুব স্বার্থপর ! বৃদ্ধরা কি আমাদের লোক নয়। আমরা তাদের মরতে দিতে পারি না।”
কথাটা সত্যিই সুন্দর। কিন্তু আসলেই কি আমি স্বার্থপর ?
করোনা ভাইরাস নিয়ে যা হচ্ছে, তাতে মানুষ কি আরো বহুগুন বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে না ?
কত কয়েকদিনের খবরে দেখা যাচ্ছে-
-একজন গাড়ির মধ্যে কাশি দিয়েছে, এটা দেখে চলন্ত ট্রাক থেকে তাকে ছুড়ে ফেলে দেয়া হয়েছে।
-একজন মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসছে না।
- একজন মৃত মানুষকে কবর দিকে যাওয়া হচ্ছে, কিন্তু মানুষ তাকে কবরস্থানে দাফন করতে দিচ্ছে না।
-অসুস্থ মানুষের জন্য হাসপাতাল বানানো হচ্ছে, কিন্তু মানুষ স্বার্থপর হয়ে সেই হাসপাতাল নির্মাণে পর্যন্ত বাধা দিচ্ছে।
-লক ডাউনের কারণে কোটি কোটি মানুষ খাবার না পেয়ে কান্না করছে, মারা যাচ্ছে, এরপরও একদল বলে যাচ্ছে- “লক ডাউন দরকার আছে।” আমি নিশ্চিত, তারা হচ্ছে উপরের প্রবাহগুলোর সোশ্যাল মিডিয়া ভার্সন, যাদের বাড়িতে খাদ্য মজুদ আছে, নয়ত পকেটে টাকা জমানো আছে, বাসায় ল্যাপটপে বসে কাজ করতে পারে, মাসে ফিক্সড বেতন আছে, থাকা-খাওয়ার চিন্তা নাই। মারা গেল দরিদ্ররা মারা যাবে, দিন মজুর, রাস্তায় খেটে খাওয়ারা মারা যাবে, তাতে তাদের কি ?
কথা হচ্ছে, করোনা ভাইরাস নিয়ে অতি মাতামাতি কি আমাদের স্বার্থপর করে দেয়নি ?
আমাদের বহুদিনের মূল্যবোধ ধ্বংস করে দেয়নি ?
পশ্চিমাদের আমরা বকা দিতাম, তারা নাকি স্বার্থবাদী,
কিন্তু এই করোনা ভুত কি আমাদের সেই স্বার্থবাদের দিকে নিয়ে গেলো না ??
একটু চিন্তা করে দেখবেন ।