-করোনা হচ্ছে একটা বিশাল দৈত্য, এ ধরনের দৈত্য পৃথিবীতে এর আগে আসেনি।


tgS9 pnonfAsfepsroritmefmdl
 
-করোনা হচ্ছে একটা বিশাল দৈত্য, এ ধরনের দৈত্য পৃথিবীতে এর আগে আসেনি।
-কি কারণে এটা বিশাল দৈত্য ?
-কারণ এটি প্রচুর ছোয়াচে, এর মত এত ছোয়াচে রোগ আগে দেখা যায়নি।
- করোনা তো ইনফ্লুয়েঞ্জা লাইক ভাইরাস। আর ইনফ্লুয়েঞ্জাগুলো তো এমনিতেই খুব বিস্তৃতি লাভ করে। যেমন ২০১৮ সালে ইতালিতে যে ইনফ্লুয়েঞ্জা হয়, সেটাতে মাত্র কয়েক সপ্তাহে ৪০ লক্ষ লোকের ট্রিটমেন্ট নিতে হয়েছিলো। আক্রান্ত হয়েছিলো আরো অনেক বেশি। করোনা কি সেই ইনফ্লুয়েঞ্জা’র মত কয়েক সপ্তাহে ৪০ লক্ষ লোককে আক্রান্ত করেছে বা ট্রিটমেন্ট নিতে হয়েছে ? (https://bit.ly/2VTBS5l)
- না তা নয়। তবে করোনা দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে।
-বুঝলাম। কিন্তু একজন করোনা রোগী থেকে কতজনের মধ্যে ছড়াতে পারে, এর কোন গড় হিসেব নেই? যেমন- হামের ক্ষেত্রে ১ জন থেকে ১৮ জন, সার্সের ক্ষেত্রে ৪ জন, মার্সের ক্ষেত্রে ৭ জন। কোভিড-১৯ এর ক্ষেত্রে কতজন ?
- তা তো জানি না, তবে হবে অনেক বেশি হবে। হাজার হাজার হবে নিশ্চিত।
-কিন্তু হিসেব তো বলছে, এর পরিমাণ মাত্র ২ থেকে আড়াই জন। (https://bit.ly/2XO7Kus)
-আসলে, এটি ভয়ানক কারণ এতে মৃত্যু হয় অনেক বেশি। দেখেন না, আমেরিকাতে কত লোক মারা যাচ্ছে। এর আগে কি কখন এত মারা গিয়েছে, বলুন ?
- আমার জানা মতে, আমেরিকাতে তো প্রতি বছর ফ্লুতে বহু লোক মারা যায়, ২০১৭ সালে সিজনাল ফ্লুতে মারা গিয়েছিলো ৮০ হাজার লোক। (https://bit.ly/3ahRwfL)
-হইতে পারে, তবে এই ভাইরাস খুব মারাত্মক কারণ এটা শত শত বার মিউটেশন করতেছে এবং প্রতিবার আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে।
-কিন্তু বিশেষজ্ঞরা তো বলতেছে, করোনা ভাইরাস খুব স্টেবল একটা ভাইরাস এবং খুব বেশি মিউটেশন করতেছে না। (https://bit.ly/3cmU5ia)
-আরে ভাই আপনি খালি উল্টাপাল্টা বকেন। আপনার কথার কোন ভিত্তি নাই। সবাই বলতেছে, করোনার মত খারাপ ভাইরাস আগে কখন আসে নাই, আর আপনি সব সহজ করে নিতেছেন।
- সবাই বলতেছে ! ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’ এ সব বাঘা বাঘা বিশেষজ্ঞরা বলতেছে,করোনা সর্বোচ্চ সিজনাল ফ্লু থেকে বেশি কিছু হতে পারে (যার কেইস ফ্যাটালিটি ০.১%), অথবা ১৯৫৭ ও ১৯৬৮ সালে বিশ্বজুড়ে যে ইনফ্লুয়েঞ্জা হইছিলো সর্বোচ্চ তেমন হইতে পারে, কিন্তু ২০০৩ সালে সার্স বা ২০১২ সালে যে মার্স হইছিলো সেটার মত ভয়াবহ কিছু হবে না ( সার্স-মার্সের কেইস ফ্যাটালিটি ১০% ও ৩৬%) (https://bit.ly/2z7QWnW)
ঐ সময় কি পৃথিবীর সবাই কাজ বন্ধ করে ঘরের মধ্যে লুকায় ছিলো? তাহলে এখন সবাই সব বন্ধ করে লুকায় আছেন কেন ?
-দূর মিয়া, এইসব আজগুবি তথ্য পান কোথায়। এসব অ-বৈজ্ঞানিক তথ্য দিয়ে আপনি গুজব ছড়াচ্ছেন, মানুষকে অসচেতন করতেছেন। আপনাকে ব্লক মারলাম। ব্লক….।