চাল চোরদের নিয়ে আমি সমালোচনা করতে রাজি নই,

16 AptrnSponreisslgnoreudoo
 
চাল চোরদের নিয়ে আমি সমালোচনা করতে রাজি নই,
কারণ- যখন করোনা ভীতি ছড়াতে সবাই ব্যস্ত,
তখন আমি বলেছিলাম- “আপনারা যে সব বন্ধ করে সরকারকে দায়িত্ব নিতে বলতেছেন,
আমরা তো জানি, বাংলাদেশ সরকার খলিফা উমরের সরকার না,
তাই সব বন্ধ করে মানুষকে অসহায় করে দিলে, সরকার যে ঠিকমত খেয়াল রাখবেন না,
চুরিধারি করে সব উল্টাপাল্টা করবে, সেটা তো আমরা জানি।
তারপরও কেন সে দিকে পা বাড়ানো ??”
আসলে- একটা সিচ্যুয়েশেন ক্রিয়েট করতে চাপ দেয়া (সব বন্ধ করতে চাপ দেয়া)
অতঃপর সেই সিচ্যুয়েশনে সরকার কি ভূমিকা নেয়, সেখানে কোন গ্যাপ বা ব্যর্থতা আছে, সেটা নিয়ে সমালোচনা করাই হলো রাজনীতি।
পাল্টা-পাল্টি আলোচনা সমালোচনা হবে,
দুইপক্ষই রাজনীতি করবে, দুইপক্ষেরই লাভ।
একদল করাত একদিকে টান দিবে,
আরেকদল করাত অন্যদিকে টান দিবে,
মাঝখানে জনগণ কাঠের মত দুই টুকরা হয়ে যাবে।
তাদের কাজ হইলো রাজনীতি করা, জনগণের জন্য কিছু করার উদ্দেশ্য তাদের নাই।