শুরু হয়ে গেছে লক ডাউনের সুফল- খাবারের জন্য মারামারি।
প্রথম ভিডিওটা রাজধানীর প্রেসক্লাবের সামনে, পরেরটা রাজধানীর কাকরাইল, তারপরেরটা হবিগঞ্জের। এটা খাদ্যদাঙ্গার প্রাইমারী স্টেজ। খুব শিঘ্রই পদদলিত হয়ে মৃত্যু, পুলিশ-আর্মির গুলিতে মৃত্যুর খবর পাবেন, লুটপাটের খবরও পেতে পারেন। অনেকে ভাবছেন, কিছু ত্রাণ কালেকশন করে সবাইকে নিয়মশৃঙ্খল অনুসারে দিবেন। এটা সম্ভব না, বাংলাদেশে অন্তত না। কারণ বাংলাদেশে দরিদ্রের সংখ্যা বেশি, দিনমজুরের সংখ্যা বেশি, দুর্নীতিবাজের সংখ্যাও বেশি। সব ক্ষুধার্ত এখনও মাঠে নামেনি, নামলে সামাল দেয়া যাবে না। করোনায় না মরুক, খাদ্যদাঙ্গায় অনেক মানুষের মৃত্যু হওয়া অস্বাভাবিক না।
আরো কিছু খবর-
১) বুধ-বৃহিস্পতি পর পর দুইদিন ক্ষুধার্তদের জড়ো করে কোন ত্রাণ দিলো না চট্টগ্রাম পুলিশ, জনতার বিক্ষোভ (https://bit.ly/3bG2ug4, https://bit.ly/2UD5wMo)
২) রাজধানীর মোড়ে মোড়ে খাবারের আশায় মানুষ (https://bit.ly/2Jvt2EL)
৩) রাস্তায় খাবারের আশায় ক্ষুধার্ত মানুষের ছুটাছুটি (https://bit.ly/3bLz7JC)
৪) হবিগঞ্জে ত্রাণ নিয়ে অনিয়মের খবর প্রচার করায় তিন সাংবাদিককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়েছে চেয়্যারম্যান (তৃতীয় ভিডিও জনতার বিক্ষোভের) (https://bit.ly/3dOettZ)
৫) ছবি তুলেও ত্রাণ দিলো না ওয়ালটন
৬) যশোরে ৩ দিন বসে থেকেও মিলছে না ত্রাণ