রোগীকে ডাক্তার মানসিক সাহস দেয় কিন্তু করোনার ক্ষেত্রে সার্বিকভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে।


1d3 etsSclnponscgoAcregpdril
 
করোনা যখন প্রথম আসলো, তখন আমি একটা কথা বলেছিলাম, কোন রোগী যখন ডাক্তারের কাছে যায়, তখন ঐ রোগীকে ডাক্তার মানসিক সাহস দেয়, কারণ ডাক্তারদের ভাষ্য হলো, ঐ মানসিক সাহসই রোগীকে অনেকাংশে সুস্থ করে ফেলে। কিন্তু এই প্রথম আমি দেখলাম- করোনার ক্ষেত্রে সার্বিকভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখিয়ে আবার বলা হচ্ছে, “ভয় দেখালে মানুষ যদি সচেতন হয়, তবে সমস্যা কি?”। কিন্তু এটা সম্পূর্ণ ভুল পলিসি, কারণ ঐ রোগে যা লোক মারা যাবে, ভয়ে মারা যাবে, তার থেকে বহুগুন বেশি।


ভিডিও