করোনা যখন প্রথম আসলো, তখন আমি একটা কথা বলেছিলাম, কোন রোগী যখন ডাক্তারের কাছে যায়, তখন ঐ রোগীকে ডাক্তার মানসিক সাহস দেয়, কারণ ডাক্তারদের ভাষ্য হলো, ঐ মানসিক সাহসই রোগীকে অনেকাংশে সুস্থ করে ফেলে। কিন্তু এই প্রথম আমি দেখলাম- করোনার ক্ষেত্রে সার্বিকভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখিয়ে আবার বলা হচ্ছে, “ভয় দেখালে মানুষ যদি সচেতন হয়, তবে সমস্যা কি?”। কিন্তু এটা সম্পূর্ণ ভুল পলিসি, কারণ ঐ রোগে যা লোক মারা যাবে, ভয়ে মারা যাবে, তার থেকে বহুগুন বেশি।
ভিডিও