আজকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে অর্ধ শতাাধিক সরকারী ও বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান

যত করোনা তত অনুদান
আজকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে অর্ধ শতাাধিক সরকারী ও বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। (https://bit.ly/2JGLbj9)
অনুদান দেওয়া সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো,
১. রেলপথ মন্ত্রণালয়,
২. মংলা বন্দর কর্তৃপক্ষ,
৩. চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ,
৪. মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়,
৫. শিল্প মন্ত্রণালয়,
৬. বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন,
৭. পানি সম্পদ মন্ত্রণালয়,
৮. ভূমি মন্ত্রণালয়
৯. বিদ্যুৎ বিভাগ
১০. জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ,
১২.বাংলাদেশ পুলিশ,
১২. র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব),
১৩. কোস্ট গার্ড,
১৪. অগ্রণী ব্যাংকসহ সরকারি ব্যাংকসমূহ,
১৫. কারা অধিদপ্তর,
১৬. গণপূর্ত বিভাগ,
১৭. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
১৮. বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা),
১৯. সরকারি তিতুমীর কলেজ।
২০. নৌ-পরিবহন মন্ত্রণালয়,
২১. রাজশাহী বিশ্ববিদ্যালয়,
বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে-
১.পিএইচপি ফ্যামিলি,
২. মেঘনা গ্রুপ,
৩. ইউনাইটেড গ্রুপ,
৪. মোমেন গ্রুপ,
৫. যমুনা গ্রুপ,
৬. রূপায়ন গ্রুপ,
৭. কেআইবি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড
৮. মিডল্যান্ড পাওয়ার লিমিটেড,
৯. ম্যারিকো বাংলাদেশ লিমিটেড,
১০. IDCOL PO Forum Ltd
১১. ড্রিম হলিডে পার্ক নরসিংদী,
১২. ডায়মন্ড ওয়ার্ল্ড,
১৩. মাধবদী ডাইং লিমিটেড,
১৪. KCJ and Associates Ltd.
১৫. ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং,
১৬. ইন্ট্রাকো,
১৭. ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড,
১৮. সৎসঙ্গ বাংলাদেশ,
১৯. কৃষিবিদ ইন্সটিটিউশন অব বাংলাদেশ,
২০. বায়রা,
২১. বেসিক বিল্ডার্স লিমিটেড,
২২. এএম গ্রুপ,
২৩. ওয়াটার ট্রান্সপোর্ট সেল,
২৪. বিজিএমইএ,
২৫. ফ্রেস গ্রুপ,
২৬. বিকেএমইএ
২৭. সিটি গ্রুপ ও
২৮. এফবিসিসআই
সব মিলিয়ে একদিনে কত অনুদান জমা পড়েছে, তার কোন হিসেব পাওয়া যায়নি।
তবে, ৩টি হিসেব পেয়েছি, বাকিদের হিসেব এখনও পায়নি।
পুলিশ দিয়েছে ২০ কোটি (https://bit.ly/2UKWeOt)
যমুনা গ্রুপ দিয়েছে ১০ কোটি (https://bit.ly/2UK3NVS )
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয় দিলো ১৬ কোটি (https://bit.ly/3aIoaZ0)
এই টাকা কতটুকু না খেতে পাওয়া মানুষ পাবে, সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না।
তবে যাই বলেন, করোনা বৃদ্ধি পাওয়াতে কারো কারো কিন্তু লাভ হয়েছে, এটা অস্বীকার করার কোন উপায় নাই।