“করোনা রুগিকে চিকিৎসা দিতে গিয়ে প্রাণ গেলো একজন চিকিৎসকের”

15 AptrnSponreisslgnoreudoo 
“করোনা রুগিকে চিকিৎসা দিতে গিয়ে প্রাণ গেলো একজন চিকিৎসকের”----
খবর দেখে মনে হচ্ছে- তিনি মনে হয় করোনা ওয়ার্ডে চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন।
কথা হচ্ছে, ঐ চিকিৎসক নিজেই সিলেটে সনাক্ত হওয়া প্রথম করোনা রুগি, তিনি কিভাবে অন্য করোনা রুগিকে চিকিৎসা দিলেন?
তিনি যখন আক্রান্ত হলেন, তখন তিনি- কার মাধ্যমে অসুস্থ হয়েছেন?
ঐ সময় দায়িত্বরত ডাক্তাররা আশঙ্কা প্রকাশ করেছিলো- তিনি তার এক বিদেশ ফেরত আত্মীয় থেকে আক্রান্ত হয়ে থাকতে পারেন। (https://dailysylhet.com/details/476602)
মূল কথা হলো- চিকিৎসকদের প্রয়োজনীয় নিরাপত্তা নিতে বলেন সমস্যা নাই, কিন্তু “করোনা রোগীকে চিকিৎসা দিতে গিয়ে মৃত্যুবরণ করতে হবে”--এ ধরনের খবর প্রচার চিকিৎসকদের মাঝে ভীতি আরো প্রবল করবে। এমনিতেই চিকিৎসকরা এখন যে কোন রোগীকে চিকিৎসা দিতে চাচ্ছে না, করোনা ওয়ার্ডগুলোতে চিকিৎসকরা ঢুকতেই ভয় পাচ্ছে। তার মধ্যে এ ধরনের খবর ছড়ালে তাদের ভীতির মাত্রা আরো প্রবল হবে এবং চিকিৎসা ব্যবস্থা যে ২-১% আছে, সেটাও ভেঙ্গে পড়বে।