৭২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

 সাবাস !

-৭২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা হইছে। এবার তাহলে জনগণের সুখ হইলো।
-আচ্ছা ! এই টাকা কে পাবে ?
-পাবে বিভিন্ন ব্যবসায়ীরা। ব্যাংক থেকে তাদের লোন দিবে।
-আসল ক্ষতিগ্রস্তরা এই লোন পাবে তো ? আবার বিদেশে পাচার হয়ে যাবে না তো ??
-তা তো জানি না, ২-৩ বছর পর বোঝা যাবে।
-আচ্ছা জনগণ কি পাবে ?
-জনগন পাবে না, জনগণ দিবে ।
-মানে ?
-মানে হইলো, সরকার এত টাকা পাবে কোথায় ? এই টাকা অতিরিক্ত ছাপায় মার্কেটে ছাড়বে। এতে মূল্যস্ফীতি হবে। জনগণের চাল-ডাল-তেলের দাম বাড়বে। হিসেবটা হইলো- জনগণের চাল-ডাল-তেলের দাম বাড়ানোর ফলে যে অতিরিক্ত টাকাটা হইলো, সেটা দিয়েই এই ৭২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। বুঝছেন তো ?