নোয়াখালীতে ৩০০ মুসল্লী এক সাথে যোহরের নামাজ পড়ায় ১০৮ জনকে অর্থদণ্ড

tSgoiup26 oAnpridresuoraeld 
আজকে নোয়াখালীতে ৩০০ মুসল্লী এক সাথে যোহরের নামাজ পড়ায় ১০৮ জনকে অর্থদণ্ড দিয়েছে ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা।
নোয়াখালীবাসীকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো ও ধার্মীক মনে করি।
কিন্তু এই খবর দেখে আমি লজ্জিত হয়েছি নোয়াখালীবাসীর প্রতি।
তারা ৩০০ মুসল্লী মিলে করলোটা কি ?
তারা কি ঐ চাকমা ম্যাজিস্ট্রেটকে প্রশ্ন করতে পারলো না,
“সামাজিক দূরত্ব কি ‘আসমান থেকে’ নাজিল হইছে যে সেটা মসজিদে মানতে হবে ?”
তারা কোন সাহসে মসজিদের ভেতর মুসল্লীদের জরিমানা করতে আসলো ??
সবাই একসাথে মিলে ঐ চাকমা ম্যাজিস্ট্রেটকে দৌড়ানি দিলো না কেন ???
ছিঃ ছিঃ ছিঃ
রমজান মাসে মসজিদে নামাজ পড়তে যদি মুসল্লীদের চাকমার কাছে জরিমানা গুনতে হয়,
তবে বাংলাদেশের মুসলমানদের মাটির উপরে না থেকে মাটির নিচে যাওয়া ভালো।
আামি এর তীব্র নিন্দা জানাই।
এবং এর বিরুদ্ধে সারা বাংলাদেশে থেকে প্রতিবাদ হওয়া জরুরী।
তাদের ‘হাত’ বেশি বড় হয়ে গেছে।
এখনই যদি এর বিরুদ্ধে সবাই একযোগে প্রতিবাদ না করেন,
তবে আপনাদের জন্য সামনে আরো খারাপ সময় আসতেছে।