খবর : মন্তব্য

2g8 mtSpomnAsopchirincnlgred
 
১) খবর : অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই।
মন্তব্য : বাংলাদেশে ডেমোক্র্যাটিক ব্লকের বড় উইকেটের পতন। বেচারা মৃত্যুর মাস খানেক আগে সরকারকে লকডাউন বৃদ্ধি ও জোড়ালো করার জন্য বুদ্ধি দিছিলো। এখন সে নিজেই পার্মানেন্ট লকডাউনে পড়লো।
২) খবর: আমদানি করা হচ্ছে কীট, দৈনিক ৫ হাজার পরীক্ষা করার টার্গেট।
মন্তব্য : দৈনিক ৫ হাজার করে পরীক্ষা করতে থাকলে ১৬ কোটি মানুষকে পরীক্ষা করতে প্রয়োজন মাত্র ৮৭ বছর। এতদিন কি সব কিছু লকডাউন থাকবে ?
৩) শব্দগত ব্যাখ্যা-
মহামারী = মহা+মারী,
‘মারী’ - বিশেষণ,
বিশেষ্য- মড়ক,
অর্থাৎ মহামারী= মহা + মড়ক।
মন্তব্য : একটা পুকুরে মাছে চাষ হয়, হাজার হাজার মাছ। সেখানে প্রতিদিন এমনিতেই গড়ে ১০টা মাছ মরে ভেসে উঠে। কয়েকদিন যাবত ১১টা মাছ ভেসে উঠছে। এটাকে কি ঐ পুকুরের বড় ধরনের মড়ক লেগেছে বলা যায় ?
৪) খবর- সাভারে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
মন্তব্য : সবাই আন্দোলন করে সব খুলে নিচ্ছে, মাঝখানে শুধু বন্ধ আছে মসজিদ। মসজিদ খুলতে অবশ্য হুজুররা আন্দোলন করতে পারছে না, কারণ তারা নিজেরাই ফতওয়া দিয়ে মসজিদ-মাদ্রাসা বন্ধ করছে, এখন তাদের নিজের ফতওয়ার বিরুদ্ধে আন্দোলন করবে কিভাবে ?
৫) খবর- পুলিশের ৩৩৬ সদস্য করোনায় আক্রান্ত
মন্তব্য : পুলিশ আক্রান্তের সংখ্যা জনপ্রতি প্রণোদনা ৫ লক্ষের সমানুপাতিক।
৬) খবর- ফোর্বস ম্যাগাজিনে করোনা মোকাবেলায় সফল নারী নেতৃত্বের তালিকায় শেখ হাসিনা।
মন্তব্য : এটা কি করোনা দমনের প্রশংসা ? নাকি মসজিদ-মাদ্রাসা বন্ধের ??
৭) খবর- ত্রাণের দাবীতে সড়ক অবরোধ।
মন্তব্য : আরে বোকা, যারা এই সংকট তৈরী করেছে, তারা তো চায় লকডাউন করে সব সড়ক বন্ধ থাক। তাই সড়ক অবরোধ করলে হবে না, স্থানীয় থানা, ইউএনও-টিএনও-ম্যাজিস্ট্রেটের অফিস অবরোধ করতে হবে।
৮) খবর- নতুন বাজেটের আকার হতে পারে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকার মতো।
মন্তব্য –জনগণকে নানান কায়দায় চুষে সেই টাকা একত্রিত করে, অতঃপর বিভিন্ন প্রকল্পের নাম লুটপাট করার বাৎসরিক শিডিউল করার নামই বাজেট। সুতরাং যত বড় বাজেট ততবেশি জনগণ পেষণ ও ততবেশি লুটপাট।
৯) ভুল- "যদি বেঁচে যাও এবারের মত, যদি কেটে যায় মৃত্যুর ভয়,
জেনো বিজ্ঞান লড়েছিলো একা, মন্দির মসজিদ নয়।”
সঠিক- "যদি বেঁচে যাও এবারের মত, যদি কেটে যায় মৃত্যুর ভয়,
জেনো সব ক্রেডিট শেখ হাসিনার, আর কারো নয়।”
১০) খবর- একদিনে সর্বোচ্চ রোগী সনাক্ত ।
মন্তব্য- একদিনে যে সর্বোচ্চ সংখ্যক টেস্ট করছে, সেটা তো বললেন না। টেস্ট বাড়ছে, তাই রোগী বাড়ছে, এই সিম্পল কথাটা এড়ায় গিয়ে শুধুমাত্র পাবলিককে ভয় দেখাতে শিরোনাম বানান। ছিঃ মিডিয়া, ছিঃ।