ব্রিফিং: লকডাউন ও করোনা ভীতি (২)
তারিখ: ৮ এপ্রিল ২০২০, বুধবার
গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭ (মিডিয়ায় পাওয়া খবর অনুযায়ী)
এর মধ্যে বিনা চিকিৎসায় ৩ জন, আত্মহত্যায় ২ জন এবং লডডাউনের কারণে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
গত ২ দিনে মোট মৃত্যু সংখ্যা দাড়ানো ১২ জনে।
(তবে প্রথম দিন থেকে কতজন লকডাউন ও করোনা ভীতির কারণে মৃত্যুবরণ করলো তার হিসেব এখনও কমপ্লিট হয়নি।)
তথ্যসূত্র:
২) আত্মহত্যা ২ জন। একজন ঝিনাইদহে, অন্যজন নীলফামারীতে।
তবে মোট মৃত্যু : হিসেব এখনও কমপ্লিট হয় নাই এখনও। সেটা কয়েকদিনের মধ্যে চূড়ান্ত করবো।
[বি:দ্র: সবাই করোনা নিয়ে মৃত্যু গুনে দিশেহারা। কিন্তু করোনা ভীতি ও লক ডাউনের কারণে যে মৃত্যুগুলো ঘটছে, সেটা কেউ কাউন্ট করতেছে না। এজন্য আমি চিন্তা করতেছি, আমি সেগুলো কাউন্ট করবো (আপনারা কমেন্ট ও ইনবক্সে সাহায্য কইরেন)। তাহলে একটা সময় বোঝা যাবে, করোনার কারণে কত জনের মৃত্যু হলো, আর লক ডাউন ও করোনার ভীতির কারণে কতজনের মৃত্যু হলো।]