“সুইডেন লকডাউন দেয়নি, হার্ড ইম্যুনিটির এচিভ করতে চায়”-
এ প্রসঙ্গ আসতেই জাহিদুর রহমান নামক এক ডাক্তার ফেসবুকে বলে বেড়াচ্ছে,
“সুইডিশরা খুব সভ্য জাতি, তারা লকডাউন না করেও শক্ত সোশ্যাল ডিসটেন্সিং করে আক্রান্তের হার নিয়ন্ত্রণে রাখছে। আমাদের পক্ষে সেটা সম্ভব না। আমাদের লকডাউন দিয়ে জোর করে সোশ্যাল ডিসটেন্সিং করাতে হবে।”
আসলে জাহিদুর রহমানের এমন কথা তিনি কোন সূত্র থেকে বলছেন তা আমার জানা নাই।
আমার মনে হয়, সবচেয়ে ভালো হয়, তিনি যদি ডাইরেক্ট সুইডেন চলে আসেন এবং তিনি নিজ চোখে দেখেন, আদৌ সুইডিশরা লকডাউন কতটুকু মানতেছে ? রেস্ট্রুরেন্ট, পার্ক, দোকানগুলোতে কি আদৌ সোশ্যাল ডিসটেন্সিং হচ্ছে ? সকাল বেলা বাস-ট্রেনে ভীড়, কিংবা বাচ্চাদের স্কুলগুলো দেখলে সে বুঝবে তার কথার সত্যতা কতটুকু। এমনকি সুইডিশরা যে ১০০ জনেও ১ জন মাস্ক পরে না, এটাও ডাক্তার জাহিদুর রহমানের দেখে যাওয়া উচিত।
তারপরও তিনি যদি সুইডেনে না আসতে পারেন, তবে যেন ১লা মে, তারিখে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের ইউরোপ প্রতিনিধির এ ভিডিওটা দেখে নেয়। আশাকরি তিনি উত্তর পেয়ে যাবে। তবুও ডাক্তার আর ভাইরোলজিস্ট তকমা লাগায় জাহিদুর রহমান যেন এ ধরনের আজগুবি তথ্য না ছড়ান।