ছবিতে দেখতে পাচ্ছেন, ইসরাইলে ওয়েস্টার্ন ওয়ালে ৫০ হাজার ইহুদী একত্র হয়েছে করোনা নিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার জন্য।

ছবিতে দেখতে পাচ্ছেন, ইসরাইলে ওয়েস্টার্ন ওয়ালে ৫০ হাজার ইহুদী একত্র হয়েছে করোনা নিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার জন্য। ইসরাইলে আয়তন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সমান এবং সে দেশে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৪৩৩ জন। কিন্তু এরপরও দেখলাম না ইসরাইলি মিডিয়া বা আন্তর্জাতিক কোন মিডিয়ায় এত বড় একটি গণজমায়েতকে তাদের গণহারে করোনা আক্রান্তের জন্য দোষারোপ করছে, বরং অনেকেই ইহুদীরা একত্র হয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে দেখে তার পক্ষেই বলেছে। (https://bit.ly/395wosy)
অথচ বাংলাদেশের লক্ষীপুরের রায়পুরে কয়েক হাজার মুসলমান একত্র হয়ে করোনার জন্য গণমোনজাত করেছে বিধায় তার বিরুদ্ধে দেশী মিডিয়া ফুসে উঠেছে। কেন মুসলমানরা এটা করলো? শুধু তাই না, আন্তর্জাতিক মিডিয়া বিবিসি এর বিরুদ্ধে সংবাদ করলো। সেখানে অনেক মর্ডান মুসলমানকে দেখলাম বলতেছে- এটা খুব খারাপ কাজ করছে। কেউ কেউ বলতেছে- বাংলাদেশের মানুষ অশিক্ষিত তাই এমন করছে। কিন্তু আশ্চর্যের বিষয়- ইসরাইল যখন ওয়েস্টার্ন ওয়ালে ৫০ হাজার লোকের গণসমাবেশ করলো এবং এরপর তার অর্ধ সহস্রাধিক করোনা রোগী ধরা পড়লো, তখন তাদের কেউ অশিক্ষিত বললো না। (https://bit.ly/2x7M7tQ)
একাত্তর টিভির টকশোতে দেখলাম কেন দোয়া করা মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে তার জন্য জঘন্য আচরণ করা হলো- https://bit.ly/2QuzFuW
এটাই মুসলমানদের নিয়তি। মুসলমানরা করোনায় ভয়ে ভীত হয়ে ধর্ম থেকে চ্যুত হয়ে সেক্যুলার পলিসিতে মেতেছে। এখন কথিত সেক্যুলাররা মুসলমানদের মাথায় চড়েছে বসেছে। তারা যা বলবে, মুসলমানদের তাই মানতে হবে, না মানলেই তাদের জুতার পিটা দিবে। কারণ মুসলমানদের কালেমা পরিবর্তন হয়ে গিয়েছে-“ লা ইলাহা ইল্লাল্লাহ” এর পরিবর্তে হযেছে “লা ইলাহা ইল্লা হু (WHO)”। হু বলছে এমন করলে ক্ষতি। তাই সেটাতেই ঈমান আনতে হবে আগে।