
এদিকে মক্কায় তাওয়াফ বন্ধ আছে, এই মিথ্যা কথাকে অজুহাত করে বাংলাদেশের মসজিদে নামাজ বন্ধ করতে চাইছে একটি মহল। ধর্মমন্ত্রনালয়ের উপর চাপ দিয়ে তারা সেই প্রসেস শুরু করে দিয়েছে। আজকে জুমার নামাজে যেতে অনেককে সেই গুজবকারীরা নিরুৎসাহিত করেছে, এমনও খবর এসেছে। (https://bit.ly/38Tnizf)।
যাই হোক, করোনা ইউরোপ-আমেরিকা-চীনসহ অনেক রাষ্ট্রে ছড়ালেও তা বাংলাদেশে তা ভয়ের কারণ নয়। তাই করোনা নিয়ে অতি উৎসাহি, গুজব রটনাকারী, ভীতি ছড়ানোকারীদের থেকে সাবধান থাকুন। কারণ করোনা ভীতি ছড়ানোর পেছনে এদের আলাদা আলাদা উদ্দেশ্য আছে, সবগুলো হয়ত এখন বুঝবেন না, ঘটনা ঘটে যাওয়ার পর কিছুটা বুঝবেন, আর বাকিটা বুঝবেন ক্ষতিগ্রস্ত হওয়ার পর।