দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে পুলিশের বর্বরোচিত হামলার পর রাস্তায় নেমেছে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মুসলিম-ছাত্রছাত্রীরা

১] 'আর কত ছিনতাই হলে রাজধানীর মগবাজার ...দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে পুলিশের বর্বরোচিত হামলার পর রাস্তায় নেমেছে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মুসলিম-ছাত্রছাত্রীরা। তারা একযোগে ভারতের হিন্দুত্ববাদী আইন বাতিল করতে শ্লোগান তুলেছে।
ইতিমধ্যে পুলিশের সাথে রক্তক্ষয়ী সংর্ঘষে কমপক্ষে ৬ জন মুসলিম ছাত্র নিহত হয়েছে। এই ঘটনার পর ভারতের অধিকাংশ প্রদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম ছাত্র-ছাত্রীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। আমি ফেসবুক থেকে বিভিন্ন খণ্ড খণ্ড ভিডিও একত্র করে দিলাম-
-রাত্রি ১ঃ৫০।মাওলানা আজাদ ন্যাশানাল উর্দু ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ।
-রাত্রি ১ঃ৩০।দারুল উলুম নাদওয়াতুল উলুম, লক্ষ্ণৌ, উত্তর প্রদেশ।
-রাত্রি ১ঃ২০। যাদবপুর বিশ্ববিদ্যালয়, কোলকাতা।
-গভীর রাতে বোম্বে আই আই টি, মুম্বাই।
-গভীর রাতের কেরাল।
-গভীর রাতে আলিগড় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের সমস্ত কমিউনিটির উচিত ভারতের ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনে সব ধরনের সমর্থন দেয়া।